আইসিসির কার্যক্রম বন্ধ চান সাঈদ আজমল ! সেই সাথে আইসিসি থাকার দরকার কী? এমন প্রশ্নও তুলেছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল। করাচিতে এক অনুষ্ঠানে এই কথা বলেন পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী আজমল।
এ বিষয়ে ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আজমল প্রশ্ন তুলেছেন‘বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থে যদি আইসিসি নিরপেক্ষ ও নীতিগত সিদ্ধান্ত নিতে না পারে’তাহলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত।
এছাড়া ৪৮ বছর বয়সী আজমল বলেন,
আইসিসি যদি ভারতীয় বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, তাহলে তাদের অস্তিত্বেরই কোনো প্রয়োজন নেই।
আইসিসি ভারতের কাছে কীভাবে ‘অসহায়’তার উদাহরণ দিতে গিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক টেনে আনেন আজমল। পাকিস্তানে বৈশ্বিক আসরেও ভারত খেলতে যায় না আর আইসিসির সেটি মেনে নেওয়াকে তাদের ‘অসহায়ত্বে’র অন্যতম উদাহরণ মনে করেন তিনি।
আজমলের ভাষায়, ‘ভারতের পাকিস্তানে খেলা থেকে বিরত থাকার কোনো যৌক্তিক কারণ নেই। কিন্তু আইসিসি অসহায়, কারণ এটি এখন ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













