রাজশাহীর শক্তি বাড়াল দুই বিদেশি তারকা
সোমবার রাতে রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিতে বাংলাদেশে সাহিবজাদা ও লামিচানে বাংলাদেশে পৌঁছেছেন। তারা দুজন হলেন পাকিস্তানের বিধ্বংসী ওপেনার ও নেপালের আলোচিত লেগস্পিনার , তারা দু’জনই এবার রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলবেন।
২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছিলেন নেপালের বিস্ময় তারকা সন্দীপ লামিচানে। ৬ বছর পর আবার এই নেপালি লেগস্পিনার খেলবেন বিপিএল। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে সোমবার রাতে বাংলাদেশে এসেছেন লামিচানে।
২০১৯ সালের বিপিএল আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেন সন্দীপ লামিচানে। সেটাই ছিল তার বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি আসরে প্রথমবার অংশগ্রহণ। সেবার ৬ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছিলেন এই নেপালি তারকা লেগস্পিনার।
আলোচিত লেগস্পিনার লামিচানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দুই মৌসুম খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বিগব্যাশ লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলেছেন লামিচানে।
২৫ বছর বয়সি লামিচানেকে গত ১৪ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্স সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। দলটির প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে লামিচানে সোমবার রাতে বাংলাদেশে এসেছেন। ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল।
তার পরেই আসেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। এবারই প্রথম তিনি বিপিএল খেলবেন। নিলামের আগেই তাকে ও তার সতীর্থ মোহাম্মদ নওয়াজকে সরাসরি চুক্তিতে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। নিলাম থেকে শ্রীলঙ্কার দুশান হেমন্ত ও পাকিস্তানের জাহান্দাদ খানকে ও নিলামের পর সরাসরি চুক্তিতে নিউজিল্যান্ডের জেমস নিশামকেও দলে ভেড়ায় দলটি।
