নিজেকে প্রমাণ করতে চান সাইফউদ্দিন
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাইফউদ্দিনের ভাবনা , তিনি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও গত বছরের বিশ্বকাপে জায়গা পাননি । আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন আবার। আজ সিলেটে সংবাদ সম্মেলনে এবারের বিশ্বকাপ নিয়ে নিজের চিন্তা ভাবনার কথা জানিয়েছেন এ পেস অলরাউন্ডার।
বিশ্বকাপ স্কোয়াডে বেশ অনিয়মিত মোহাম্মদ সাইফউদ্দিন। গত ১ বছরে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি বাংলাদেশের জার্সিতে। এরপরও জায়গা করে নিয়েছেন এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।
অবশ্য ভারতে বাংলাদেশের যে ম্যাচগুলো রয়েছে সেখানে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ইতোমধ্যেই ভেন্যু বদলের জন্য আইসিসির কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ পর্যন্ত যেখানেই বাংলাদেশ দল খেলুক প্রস্তুত আছেন সাইফউদ্দিন।
আজ সিলেটে সাইফউদ্দিন বলেছেন,
‘জানি না কী হবে, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। বেশ কিছু দিন আগে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছি। মানিয়ে নিতে সুবিধা হবে আশা করি তবুও। ভারতে বা শ্রীলঙ্কায় হোক আমরা প্রস্তুত। সবাই মুখিয়ে আছি খেলার জন্য। যেখানেই খেলা হোক।
গত বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রবল থাকলেও সাইফউদ্দিন শেষ পর্যন্ত দলে জায়গা পাননি। সে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এবার বিশ্বকাপ খেলা নিয়ে নিজের ব্যাপারে সাইফউদ্দিন বলেন,
‘জীবনে অনেক সংগ্রাম করতে হয়, হোক খেলোয়াড়ি জীবন বা ব্যক্তিগত জীবন। আগে ক্রিকেট নিয়ে অনেক বেশি চিন্তা করতাম। এখন কিছুটা সরে এসেছি। চেষ্টা করি নিজেকে ফিট রাখার, মন খুলে খেলার, যা হবার হবে। গত ৪-৫ মাস সবকিছু হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা রাখার, দলে অবদান রাখার।
এই অলরাউন্ডার আরও জানান, ‘বিশ্বকাপের এখনও এক মাস বাকি আছে। সবাই বিপিএলে মনোযোগ রাখছি। দলগতভাবে আশানুরূপ পারফর্ম করতে পারছি না। কীভাবে ঘুরে দাঁড়াব, ৩-৪ বা টপে আসব এসব নিয়েই কথা হচ্ছে। ফরম্যাট একই, বিশ্বকাপেও এই ফরম্যাটেই খেলতে হবে। আমরা অনেক সিরিজ খেলেছি, তারাই বিশ্বকাপ দলে আছে।
