সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করেছে বিসিবি – আসিফ আকবর

সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করেছে বিসিবি

সাকিব আল হাসান , ছবি: সংগৃহীত

সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করেছে বিসিবি । চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে যখন দেশের ক্রিকেটের টালমাটাল ও অস্থির। ঠিক সেই সময়ে চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিছু শর্ত পূরণ করা সাপেক্ষে জাতীয় দলের জন্য আবার বিবেচিত করা হবে দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে।

দল নির্বাচনের সময় তিনি নির্বাচকদের বিবেচনায় থাকবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির বোর্ড সভা শেষে রাতে মিরপুরে সংবাদ সম্মেলনে এই তথ্যা জানায় বিসিবি। সাকিব আল হাসানের জাতীয় দলে খেলার ব্যাপারে এতদিন ছিল নানা জটিলতা। তবে এবার সাকিবকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি।

বোর্ড সভায় সাকিবকে দলে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন,

বোর্ডের সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেইলিবিলিটি, ফিটনেস সাপেক্ষে দলে নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করবে নির্বাচক কমিটি। হোম সিরিজে সাকিবের বিষয়টি আমাদের সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) দেখবেন। প্রশাসনিক ব্যাপার সাকিবের বিষয় দেখবেন। প্লেয়ার সাকিবের এভেইলএবিলিটি, পারফরম্যান্স এগুলো আমরা দেখব।

একই সাথে সাকিবকে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে রাখার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছে বোর্ড। আমজাদ বলেন,

সাকিবের সাথে বোর্ড থেকে যোগাযোগ করা হলে, হোম এন্ড এওয়ে দুই (ধরনের) সিরিজই খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছে। সাকিব বলেছে (খেলতে চায়) সেখান থেকেই (বোর্ড থেকে সাকিবকে খেলানোর) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় অনেকেই শেষ ধরে নিয়েছিলেন। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজে মিরপুর টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। সেই কাজ করতে দুবাই পর্যন্ত চলে এসেছিলেন সাকিব। তবে বাংলাদেশের পরিস্থিতির কারণে বিসিবিকে সাকিবের দেশে না ফেরার ব্যাপারে পরামর্শ দেন তখনকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুবাই পর্যন্ত এলেও পরে আর ঢাকার বিমানে ওঠেননি সাকিব আল হাসান।

এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি সাকিবের। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন সাকিব। সর্বশেষ খেলেছেন আইএলটি-টোয়েন্টিতে। এসময় বিসিবি পরিচালক এবং এইজ গ্রুপের প্রধান আসিফ আকবর বলেন,

সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কীভাবে কী হবে এটা আলাদা ব্যাপার, সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি।

আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে (রাখার) প্রস্তাব রেখেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে এটা তার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর ১০০ বছরেও পাব না।’আসিফ আকবর আরও বলেছেন,

বোর্ডের চুক্তিবদ্ধ প্লেয়ারদের লিস্ট যখন করা হয়, তখন একজন পরিচালক, সাকিব দেশ থেকে অবসরে যেতে চায়, সাকিবের প্রতি যে ভালোবাসা বাংলাদেশের মানুষের। সাকিব ইচ্ছা পোষণ করায় আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি তার ফিটনেস ঠিক থাকলে (আমরা বিবেচনা করব)।

Exit mobile version