ব্রাভোকে টিভিতে দেখে স্লোয়ার শিখেছেন সাকলাইন ! ছোটবেলায় টেলিভিশনে ক্রিকেট দেখাই ছিল আব্দুল গাফফার সাকলাইনের শেখার সবচেয়ে বড় স্কুল। সেই দেখার অভ্যাসই একসময় রূপ নেয় অনুশীলনে, আর অনুশীলন থেকেই আসে কার্যকর অস্ত্র-স্লোয়ার বল।
রাজশাহী ওয়ারিয়র্সের এই অলরাউন্ডারের স্লোয়ারের পেছনে অনুপ্রেরণা ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।বিপিএলে সবশেষ ম্যাচে রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করে সাকলাইন বলেন,‘ছোটবেলায় তিনি নিয়মিত ক্রিকেট দেখতেন টিভিতে। তখন থেকেই চেষ্টা করতে করতে ধীরে ধীরে নিজের ভেতর স্লোয়ার বলটা শিখে ফেলেন দেখে দেখেই। বিশেষ করে ডোয়াইন ব্রাভোর খেলা তাকে বেশি প্রভাবিত করেছে।’
এছাড়া তিনি বলেন,‘সে সময় মুম্বাই ইন্ডিয়ান্সকে সাপোর্ট করতেন সাকলাইন, আর ব্রাভোর স্লোয়ার দেখে বাসায় নিয়মিত অনুশীলন করতেন। সেখান থেকেই মূলত স্লোয়ার বলটা শেখা।’
রাজশাহী দলের বোলিং ইউনিট নিয়েও ইতিবাচক সাকলাইন। সতীর্থ রিপনের ইয়র্কার নিয়ে তিনি বলেন, অবশ্যই দেখতে ভালো লাগে। একসাথে খেলা হয় বলে ভালো জিনিসগুলো চোখে পড়ে। কেউ ভালো সময় ভালো বল করলে সেটা পুরো দলের জন্যই প্লাস পয়েন্ট।
