রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়নদের বিদায়
সেমিতে সেই সেনেগালকে পেল সালাহরা , বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে বিদায় করে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মিসর।মরক্কোয় চলমান টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মিসর ৩-২ গোলে জয় পেয়েছে। সেমিফাইনালে তারা সেনেগালের মুখোমুখি হবে।
অন্য এক কোয়ার্টার ফাইনাল নাইজেরিয়া ২-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। সেমিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মরক্কো। আগামী ১৪ জানুয়ারি উভয় সেমিফাইনাল মাঠে গড়াবে।
আগের দিন মরক্কো ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিল। সেনেগাল সেমিতে উঠে আসে কোয়ার্টার ফাইনালে মালিকে হারিয়ে।

আফ্রিকা কাপ অব নেশনসে সবচেয়ে সফল দল মিসর। দলটি সাতবার শিরোপা জয় পেলেও জয়ী খেলোয়াড়দের তালিকায় মোহাম্মদ সালাহর নাম নেই। থাকার কথাও নয়। শেষবার যখন ২০১০ সালে মিসর শিরোপা জয় করে তখন সালাহ’র আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়নি। সালাহ’র সামনে এবার সেই সুযোগ। দেশকে শিরোপা এনে দেওয়ার সুযোগ থেকে মাত্র দুই ধাপ দূরে দাঁড়িয়ে তিনি। মাঝে সালাহ দুইবার ফাইনাল খেললেও শিরোপার নাগাল পাননি। একবার ২০১৭ সালে ক্যামেরুনের কাছে হেরে যায় তার দল। অন্যবার সেনেগালের কাছে টাইব্রেকারে। এবার সেমিতে সেই সেনেগালকে পেল সালাহরা ।
দূর্ভাগ্য আইভরি কোস্টের। ম্যাচের শুরুতেই তারা লড়াই থেকে ছিটকে যায়। মাত্র চতুর্থ মিনিটে তারা গোল হজম করে। ওমর মারমোশ গোলটি করেন। ৩২ মিনিটে রামি রাবিয়া গোল করে ব্যবধান দ্বিগুন করেন। তবে বিরতির আগে আত্মঘাতি গোলের সুবাদে আইভরি কোস্ট ব্যবধান কমিয়ে আনলেও বিরতির পরপরই মোহাম্মদ সালাহ মিসরকে ৩-১ গোলে এগিয়ে নেন। ৭৩ মিনিটে আইভরি কোস্ট এক গোল ফিরিয়ে দিলেও তা যথেষ্ঠ ছিল না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















