কোচের সঙ্গে দ্বন্দ্বের পর সালাহকে টানছে সৌদি প্রো লিগ
সৌদি ক্লাবে ফিরছেন সালাহ , এমন গুঞ্জনই এখন ফুটবল মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। লিভারপুল কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই সৌদি প্রো লিগের একাধিক ক্লাব মিশরীয় তারকাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। কোচের সঙ্গে দ্বন্দ্বের মাঝেই এবার সালাহকে পেতে আগ্রহী সৌদি ক্লাবগুলো। লিভারপুল কোচের সঙ্গে সালাহর সম্পর্ক যে ভেঙে গেছে তা গত দুই সপ্তাহে জানা গেছে। এখন নতুন গুঞ্জন উঠেছে, জানুয়ারিতেই লিভারপুল ছাড়তে পারেন সালাহ। সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল জানিয়েছেন, মিশরীয় এই তারকাকে পেতে আগ্রহী দেশটির কয়েকটি ক্লাব।

গত এপ্রিলে লিভারপুলের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেন সালাহ। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর, আসছে জানুয়ারির দলবদলেই লিভারপুল ছাড়তে পারেন মিশরীয় এই তারকা। এর আগে সালাহ ২০১৭ সালেরোমা ছেড়ে লিভারপুলে যোগ দেন। এরপর গত আট মৌসুমে দারুণ সব সাফল্য পেয়েছেন তিনি। ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জয়ের পথে তার ছিল অসামান্য অবদান। গত মৌসুমেও দলকে লিগ শিরোপা জেতাতে করেছেন ২৯টি গোল। জিতেছেন গোল্ডেন বুটও।
ফলে চলতি মৌসুমে সেই ছন্দ তিনি টেনে নিতে পারেননি। দলের টানা হতাশাজনক পারফরম্যান্সের মাঝে তিনি ব্যক্তিগতভাবেও অনুজ্জ্বল। ফলে প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচের দুটিতে পুরোটা সময় বেঞ্চে কাটাতে হয় তাকে। লিডস ইউনাইটেডের বিপক্ষে ড্রয়ের পর সালাহ ইঙ্গিত দেন কোচের সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরেছে।
এমন এক অবস্থায় রিয়াদে ওয়ার্ল্ড ফুটবল সামিটে প্রকাশ্যে সালাহকে এক প্রস্তাব দিয়ে রাখলেন সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী মুগারবেল। তিনি বলেন,
সৌদি লিগে মোহাম্মদ সালাহকে স্বাগত জানানো হবে। তবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনার কাজটা ক্লাবগুলোর। (এই লিগের) ক্লাবগুলো যেসব খেলোয়াড়কে দলে চায়, তাদের মধ্যে নিশ্চিতভাবে সালাহ একজন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















