জিম্বাবুয়ের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় মিসরের
আফ্রিকান কাপ অব নেশনসে শুভ সূচনা করেছে মিসর। মরক্কোয় শুরু হওয়া এ টুর্নামেন্টে সোমবার রাতে জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে দলটি। শেষ মূহুর্তে সালাহ’র গোলে জয় মিসরের ,পিছিয়ে পড়ার পর ইনজুরি সময়ের গোলে তারা ২-১ ব্যবধানে জয় পেয়েছে। জয়ী দলের হয়ে মারমুশ ও মোহাম্মদ সালাহ গোল করেন।
ক্লাব ফুটবলের সাফল্য দিয়ে মোহাম্মদ সালাহ’র ক্যারিয়ারে ট্রফি জয়ের সংখ্যাটা মোটেও কম নয়। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই ট্রফিটি এখনো তার ট্রফি কেসে জায়গা পায়নি। একাধিকবার শিরোপা লড়াইয়ে নেমেও হতাশ হতে হয়েছে তাকে। ৩৩ বছর বয়সী সালাহ’র সামনে এবার হয়তো এই ট্রফির অভাব দূর করার শেষ সুযোগ।
জয়ে শুরু হলেও ম্যাচের শুরুটা সালাহ’র জন্য মোটেও স্বস্তির ছিল না। বরং তাদের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়ার সব ধরণের ব্যবস্থা করেই ফেলেছিল জিম্বাবুয়ে। মিসরের কিং খ্যাত সালাহকে হতাশায় ঠেলে ম্যাচের ২০ মিনিটে প্রিন্স দুবে জিম্বাবুয়েকে এগিয়ে নেন। প্রথমার্ধে এ গোর আর পরিশোধ করতে পারেনি মিসর।

একদিকে মিসরের আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে যেমন বোঝাপড়ার অভাব ছিল। অন্যদিকে জিম্বাবুয়ের ৪০ বছর বয়সী গোলরক্ষক ওয়াশিংটন আরুবি তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। শেষ পর্যন্ত আরুবিকে হার মানতে হয়। ৬৪ মিনিটে ম্যানসিটিতে খেলা ওমর মারমুশ গোল করে মিসরকে খেলায় ফিরিয়ে আনেন। আর ইনজুরি সময়ে সালাহ স্কোরশিটে নাম লিখিয়ে দলকে মূল্যবান জয় এনে দেন।
আফ্রিকান কাপ অব নেশনসে মিসর ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপের অপর দুই দল দক্ষিণ আফ্রিকা ও অ্যাঙ্গোলা। অন্য ম্যাচে একই ব্যবধানে অ্যাঙ্গোলাকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মিসর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















