আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা স্কটল্যান্ডের । বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশের বদলে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড। নতুন প্রধান কোচ ওয়েন ডকিন্সের অধীনে এবং অভিজ্ঞ অলরাউন্ডার রিচি বেরিংটনের নেতৃত্বে বিশ্বমঞ্চে নিজেদের সপ্তম অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে শেষ মূহুর্তে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া এই দলটি।
নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় কপাল খুলেছে তাদের। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে কোয়ালিফায়ারে ব্যর্থ হয়েছিল স্কটল্যান্ড।
তবে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোয় নতুন করে সুযোগের দরজা খুলে যায়। আইসিসির র্যাঙ্কিং বিবেচনায় সেই শূন্যস্থান পূরণ করে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড।
স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড : রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথু ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফইয়ান শরীফ, মার্ক ওয়াট, ব্র্যাডলি হুইল। ভ্রমণরত রিজার্ভ: জ্যাসপার ডেভিডসন, জ্যাক জারভিস। ভ্রমণ না করা রিজার্ভ: ম্যাকেনজি জোন্স, ক্রিস ম্যাকব্রাইড, চার্লি টিয়ার।
