অভিমানে ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল

অভিমানে ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল

জাতীয় দলের সাবেক তারকা পেসার শফিউল ইসলাম , ছবি: সংগৃহীত

অভিমানে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন জাতীয় দলের সাবেক তারকা পেসার শফিউল ইসলাম। ফিক্সিং সন্দেহের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শফিউল ইসলামকে আসন্ন বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেয়।

বিসিবি’র তদন্ত কমিটির সুপারিশ এবং অ্যালেক্স মার্শালের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় বিসিবি। অবশ্য একই অভিযোগে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতসহ আরও কয়েক ক্রিকেটারও বাদ পড়েছেন। শফিউল ইসলাম সবশেষ গেল ৬ বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন। চোট আর বয়সও ছিল একটা বিষয়। তবে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছিলেন এই পেসার। আজ (সোমবার) সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শফিউল।

ক্রিকেটকে বিদায় জানানোর কারণ জানতে চাইলে সাবেক এই পেসার খেলালাইভকে মুঠোফোনে বলেন,

আমি সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছি। ক্রিকেটে ফেরার ইচ্ছা নেই। তবে চেষ্টা করবো ক্রিকেটের সঙ্গে থাকতে। পাশাপাশি ব্যবসা করারও চিন্তা রয়েছে।

ক্রিকেটার শফিউল ইসলাম , ছবি: সংগৃহীত

এছাড়াও নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,

আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।

২০০৭ সালের মার্চে লিস্ট এ ম্যাচ দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু শফিউলের। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ৩৬ বছর বয়সী পেসার সব মিলিয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, উইকেট ১০৭টি।যার মধ্যে ১১টি টেস্টে তার উইকেট ১৭। ৬০টি ওয়ানডে ম্যাচ খেলে শিকার করেন ৭০ উইকেট। এছাড়া ২০ টি-টোয়েন্টিতে নেন ২০ উইকেট।

Exit mobile version