বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাকিবের শোক বার্তা । তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।
৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আগের দিন রাতেই হাসপাতালে অবস্থান করছিলেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ প্রিয়জনরা। খালেদা জিয়ার প্রয়াণে দেশে নেমে এসেছে শোকের ছায়া। ক্রীড়াঙ্গনেও ছুঁয়ে গেছে শোক। শোকবার্তা দিয়েছে বিসিবি। বিপিএলের দুই ম্যাচ স্থগিত করা হয়েছে। ক্রিকেটাররা ফেসবুক পেইজের পোস্টে জানাচ্ছেন গম্ভীর সমবেদনা।
সাকিব নিজের ফেসবুক পোস্টে শোকবার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’
এছাড়া ৩০ ডিসেম্বরের বিপিএলের দুই ম্যাচ স্থগিত করা হয়েছে। সেই সাথে দেশে ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি এবং ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
