আইপিএলে নাম দেওয়ার আগে দশবার ভাবতে হবে – সাকিব

আইপিএলে নাম দেওয়ার আগে দশবার ভাবতে হবে - সাকিব

তানজিম হাসান সাকিব , ছবি: সংগৃহীত

আইপিএলে নাম দেওয়ার আগে দশবার ভাবতে হবে বলে মন্তব্য করেছেন তানজিম হাসান সাকিব। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দেখা যাবে না ফিজকে। এরপরই মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ। আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার সিলেটে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তানজিম সাকিব।

এমনকি আইপিএল সম্প্রচারও বাংলাদেশে বন্ধ থাকছে। ইতোমধ্যে আইসিসির কাছে প্রতিকার চেয়ে চিঠিও দিয়েছে বিসিবি। এসব ঘটনার প্রতিক্রিয়া দেখা গেছে দেশের ক্রিকেটাঙ্গনেও। সবশেষ এবার টাইগার পেসার তানজিম হাসান সাকিব জানিয়েই দিলেন,‘পরেরবার থেকে আইপিএলে নাম দেওয়ার আগে ভাববেন তারা।’

এছাড়া তিনি বলেন,‘আইপিএল থেকে উনাকে কেন সরানো হলো বা কেন এমন হলো এটা আসলে আমরা জানি না। রাজনৈতিক ইস্যু থাকতে পারে, তবে ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা প্লেয়ার হিসেবে আইপিএল খেলার ইচ্ছা রাখি এবং সেই হিসেবেই নাম দিই। পরের বছর কি হবে সেটা এজেন্ট এবং দেশের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব।’

Exit mobile version