তানজিম হাসান সাকিবের তোপে বিপর্যস্ত চট্টগ্রাম ১২৫ রানে থামল । ১৯.৫ ওভারে মাত্র ১২৫ রানেই থেমেছে। ৪ উইকেট নেন সাকিব। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শীর্ষে থাকা দু’দল মুখোমুখি হয়েছে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। এক সময় ৭৪ রানেই ৭ উইকেট হারায় তারা মাত্র ১২.৩ ওভারে। এর মধ্যে মাহমুদুল হাসান জয় ১৩ বলে ১ চার, ২ ছয়ে সর্বোচ্চ ১৯ রান করে আউট হন। তানজিম সাকিব প্রথম থেকেই সমস্যা তৈরি করেন চট্টগ্রাম ব্যাটারদের জন্য।

হাসান নওয়াজ ২৪ বলে ১ ছয়ে ১৮ ও মোহাম্মদ হারিস ১১ বলে ৩ চারে ১৬ রান করেন। সাতে নেমে আসিফ আলি একাই লড়াই চালিয়ে যান রাজশাহী ওয়ারিয়র্স বোলারদের বিপক্ষে। তিনিও ১৯তম ওভারে তানজিম হাসান সাকিবের শিকার হন।
চট্টগ্রাম রয়্যালস ১৯.৫ ওভারে মাত্র ১২৫ রানেই গুটিয়ে যায়। আসিফ আলি ২৪ বলে ৪ ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন। তানজিম হাসান সাকিব ৪ ওভারে ১ মেডেনে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। এটি তার স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বার ৪ উইকেট শিকার।
এছাড়া রায়ান বার্ল ২ ওভারে ১৫ রানে, জাহানদাদ খান ৩.৫ ওভারে ২৯ রানে ২টি করে উইকেট নেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















