শেবাগ-ইনজামামের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন শান মাসুদ

শেবাগ-ইনজামামের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন শান মাসুদ

শেবাগ-ইনজামামের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন শান মাসুদ, ছবি: সংগৃহীত

এক ডাবল সেঞ্চুরিতে ভারত ও পাকিস্তানের দুই কিংবদন্তি বীরেন্দর শেবাগ ও ইনজামাম-উল-হকের রেকর্ড ভেঙেছেন শান মাসুদ। মাত্র ১৭৭ বলে ডাবেল সেঞ্চুরি করেন পাকিস্তানের এই টেস্ট অধিনায়ক। পাকিস্তানের চলমান প্রথম শ্রেণির আসর প্রেসিডেন্টস ট্রফিতে এই কীর্তি গড়েছেন তিনি সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের হয়ে সাহির অ্যাসোসিয়েটসের বিপক্ষে।

করাচিতে গতকাল সাহির অ্যাসোসিয়েটসের বিপক্ষে ১৭৭ বলে ডাবল সেঞ্চুরি করেন শান মাসুদ। এটি একইসাথে পাকিস্তানের মাটিতে ও পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড।

পাকিস্তানি ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে এতদিন দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল ইনজামাম-উল-হকের। ১৯৯২ সালে ইংল্যান্ড সফরে পাকিস্তানিজ একাদশের হয়ে অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ ইউনিভার্সিটিজের বিপক্ষে ১৮৮ বলে ২০০ ছুঁয়েছিলেন ইনজামাম।

আর পাকিস্তানের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরিটি ছিল বীরেন্দর শেবাগের। ২০০৬ সালের জানুয়ারিতে লাহোরে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৮২ বলে ডাবল সেঞ্চুরি করেন তিনি।

গতকাল শান মাসুদ ১৮৫ বলে ২১২ রান করে অপরাজিত ছিলেন। আজ আর মাত্র ৪ রান যোগ করেই আউট হন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড আফগানিস্তানের শফিকউল্লাহ শিনওয়ারির। ২০১৭-১৮ মৌসুমে আসাদাবাদে বুস্ত রিজিয়নের বিপক্ষে কাবুল রিজিয়নের হয়ে ৮৯ বলেই ২০০ করেন তিনি।

Exit mobile version