১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কোয়াব আয়োজিত বিশেষ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ অদম্য ও অপরাজেয় দুই দলের নেতৃত্ব দেবেন। এই ম্যাচের আগে দুই দলের অধিনায়কের মুখের লড়াই চলমান রয়েছে। এই ম্যাচে শান্তর ‘থ্রেট’ মাঠে জবাব দিতে চান মিরাজ।
আজ (সোমবার) সকালে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শুরুতে নাজমুল হোসেন শান্ত বলেন,‘খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলব একদম। প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না। সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে শুয়েও যাইতে পারি। যেকোনো কিছুই হতে পারে।’
জবাবে মিরাজ বলেন, ‘যদি খেলার ভেতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেট দিয়ে গিয়েছে, শান্ত থ্রেট দিচ্ছে। সো আমরা… যদি ওরা যদি থ্রেট দেয়, আমরাও যদি থ্রেট দিই… সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। সো আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেটটার জবাবটা দিতে।’
অপরাজেয় দল:পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম পাটোয়ারি, নাহিদ রানা ও সাকলাইন সজিব, জিসান আলম, এস, এম, মেহেরব অহিন, রাকিবুল হাসান ও রিপন মন্ডল।
অদম্য দল: মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ হাবিবুর রহমান সোহান, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















