চ্যাম্পিয়ন হয়ে যাদের কৃতিত্ব দিলেন শান্ত , শুক্রবার রাতে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল আসরজুড়ে অনেক ক্রিকেটারকেই খেলার সুযোগ দিতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। তরুণ ক্রিকেটার ওয়াসি সিদ্দিকী, জিসান আলমসহ অনেকেই ডাগআউটে বসে ছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার পর সতীর্থদের কৃতিত্ব দিলেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শিরোপা জয়ে তাদেরও কৃতিত্ব দেখছেন শান্ত, ‘মাঠে আসলে তারা শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। কাপটা জেতার পেছনে এগুলোই বড় কারণ। অধিনায়ক হিসেবে কঠিন ছিল এসব হ্যান্ডেল করা। যাদের খেলাতে পারিনি তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, তাতে আমার কাজ সহজ হয়েছে। এ ধরনের ক্যারেক্টারই সামনে বড় প্লেয়ার হতে সাহায্য করবে।
তাই ট্রফি জয়ে তাদেরও অবদান দেখেছেন রাজশাহীর অধিনায়ক শান্ত। ফাইনাল শেষে শান্ত বলেন,
‘অনেক কঠিন কাজ (সিদ্ধান্ত নেওয়া) ছিল। পেশাদার জায়গা থেকে দলের জন্য যা দরকার ছিল করার চেষ্টা ছিল। জিসান, ওয়াসি, (শাখির) শুভ্ররা একটা ম্যাচও পায়নি। তাদের দেখে মনে হয়নি তারা আপসেট।
যদিও ফাইনালের আগপর্যন্ত আকর্ষণীয় এই স্মারক আড়ালেই ছিল। অন্যান্য আসরের চেয়ে ভিন্ন মাত্রা নিয়ে ফেরা বিপিএলের ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন রাজশাহীর অধিনায়ক বলেন,
‘ভালো লেগেছে নতুনত্ব। দিনশেষে কাপ কীভাবে আসলো এটা ম্যাটার করে না, ম্যাটার করে কীভাবে কাপ জিততে পারি। তবে নতুনত্ব এসেছে, ভালো লেগেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩























