কেন উইলিয়ামসনের জন্য ব্যাটিং অর্ডার ছাড়লেন শান্ত । বুধবার মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচে বড় ভূমিকা রাখেন কেন উইলিয়ামসন ও জেমস নিশাম। অভিজ্ঞ এই দুই ব্যাটারের জুটি গড়ার পেছনে ছিল স্পষ্ট পরিকল্পনা, আর সেই পরিকল্পনার স্বার্থেই নিজের ব্যাটিং অর্ডার বদলাতে পিছপা হননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-এমনটাই জানিয়েছেন কোচ হান্নান সরকার।
ম্যাচ শেষে কোচ হান্নান সরকার বলেন,
‘দুই জন অভিজ্ঞ খেলোয়াড় যখন উইকেটে থাকে তারা জানে কী করতে হয়। সেটা এক্সিকিউট করার ক্ষেত্রে, তারা যেহেতু একসাথে নিয়মিত খেলে সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছে।
স্ট্র্যাটেজিক টাইম আউটে আলোচনার কথাও তুলে ধরেন তিনি, ‘স্ট্রেটেজিক টাইম আউটে যখন আমি গিয়েছি তখন আলোচনা হয়েছে, তাদের পরিকল্পনা কার্যকর করার চেষ্টা করেছে।
এছাড়া হান্নানের মতে,
বিশ্বমানের ব্যাটারদের ক্ষেত্রে আলাদা করে বেশি কিছু বলার দরকার পড়ে না। ‘বিশ্বসেরা খেলোয়াড়রা একসাথে ব্যাট করলে তারা নিজেরাই পরিকল্পনা সাজাতে পারে, ওদের খুব বেশি বলার কিছু থাকে না। যেকোনো ফরম্যাটে কী ভূমিকা পালন করতে পারে, তাদের জুটিই সেটা প্রমাণ করে।
উইলিয়ামসনকে দলে নেওয়ার পেছনের ভাবনাও পরিষ্কার করেন হান্নান সরকার, ‘আমরা মিরপুরে যখন এসেছি, ১৫০ দেখেছি ভালো রান। ১৫০-এর খেলায় এঙ্কর রোল প্লে করতে পারে এমন খেলোয়াড় খুব দরকার ছিল। নিচে যতটা অবদান রাখতে পারবে, সেটার সাপোর্ট আসবে ওপর থেকেই। এসব ভেবেই উইলিয়ামসনকে নেওয়া।
