তাসকিনকে হটিয়ে শরিফুলের রেকর্ড , বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক আসরে সবচেয়ে বেশি ২৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন তাসকিন আহমেদ। শরিফুল ইসলাম পেছনে ফেলেছেন তাকে। এবার বিপিএলে শরিফুল ১২ ম্যাচেই ২৬ উইকেট নিয়ে এক আসরে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন।
আজ ১২তম বিপিএল ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এই ম্যাচে নামার আগেই নতুন রেকর্ড হাতছানি দিচ্ছিল চট্টগ্রামের বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। ১১ ম্যাচে ২৪ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন।
অবশ্য ফাইনালে রাজশাহীর ব্যাটাররা বাঁহাতি শরিফুলের জন্য কাজটা কঠিন করে দেন। উদ্বোধনী জুটিতেই ওঠে ৮৩ রান। ২ ওভারে ১২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
১৬তম ওভারে বোলিংয়ে ফিরে কেন উইলিয়ামসনের উইকেট নিয়ে প্রথম সাফল্য পান শরিফুল। এতে ছুঁয়ে ফেলেন বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি ২৫ উইকেট শিকারের রেকর্ড।
রাজশাহী ইনিংসের শেষ ওভারের শেষ বলে শরিফুল কট অ্যান্ড বোল্ড করেন নাজমুল হোসেন শান্তকে। গড়ে ফেলেন নতুন রেকর্ড।
গত বিপিএল আসরে ডানহাতি পেসার তাসকিন ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন। ১২.০৪ গড় ও ১১.১২ স্ট্রাইকরেটে ওভার প্রতি মাত্র ৬.৪৯ হারে রান দিয়েছিলেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা তাসকিন।
এবার সেই রাজশাহীর বিপক্ষেই নতুন রেকর্ড গড়লেন শরিফুল। ১২ ম্যাচে ১০.০৭ গড়, ১০.৩৪ স্ট্রাইকরেট ও ওভারপ্রতি ৫.৮৪ হার রান দিয়েছেন তিনি।
এর আগে শরিফুলের সেরা বিপিএল ছিল ২০২৪ সালের। সেবার ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন তিনি।
