চমক দিয়ে সবার আগে বিপিএলের ফাইনালে উঠেছে চট্টগ্রাম। এখন বিপিএলের ট্রফিতে চোখ শেখ মেহেদীর । বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি ছিল লো-স্কোরিং। জমজমাট সেই লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে চট্টগ্রাম রয়্যালস। গত মঙ্গলবা রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম।
এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। রাতে জয়ের পর সংবাদ সম্মেলনে চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী হাসান বলেন,
এমন কিছু না (যা চাচ্ছি সব পাচ্ছি), আমি তো দৈত্য না। জীবনে এমন অনেক পরিস্থিতিতে অনেক খারাপও খেলেছি। আবার ভালোও খেলছি। এটা পার্ট অব লাইফ। ভালো হবে, আবার খারাপও হবে। ভালো হচ্ছে, চালিয়ে যাওয়া দরকার।
জিততে শেষ ওভারে দরকার ছিল ৯ রান। এ বিষয়ে মেহেদী জানান,
আগের ম্যাচে কী হয়েছে, মাঠে ঢুকলে সেটা মনে থাকে না। মিড অন উপরে ছিল। আমার চিন্তা ছিল বল পারফেক্ট ইয়র্কার না হলে আমি আমার শক্তি অনুযায়ী হিট করতে পারব। এমনই প্ল্যান ছিল।
এছাড়া তিনি বলেন,‘না, অবিশ্বাস্য না। যুদ্ধক্ষেত্রে যখন নামবেন, আপনার যে জিনিসগুলো আছে আপনি উজাড় করেই দেবেন। আমাদের খেলা দলগত। হয়ত বড় নাম নেই, দেশি বা বিদেশি। তবে ছেলেরা সবাই যেভাবে পারফর্ম করছে, আলহামদুলিল্লাহ। দলগত খেলা না হলে এই ফল হত না।’
ফাইনালে প্রতিপক্ষ্য হিসেবে কাদের চান এমন প্রশ্নে তিনি বলেন,‘কে আসবে না আসবে বলা মুশকিল। যারা ভালো খেলবে, তারাই আসুক। রাজশাহী ও সিলেট দুইটাই ভালো দল। রাজশাহী ভালো খেলে এসেছে। সিলেটও অনেক ভালো। তারা রংপুরকে হারিয়ে দিয়েছে। যে আসুক আমাদের প্রস্তুত থাকবে হবে।’
ফাইনালের জন্য বিদেশি তারকে থাকতে কিনা এমন প্রশ্নে মেহেদী বলেন,
অবশ্যই, চাইব না কেন। কে না চায়। এখন যারা আছে, তারা সবাই সামর্থ্যবান। হুট করে অনেকে বিদেশি আসলে অনেক সময় পারফর্ম করতে পারে না। আমাদের অনেকে টানা খেলছে, তাই দলের জন্য ভালো হচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















