বিপিএল মাতাতে ঢাকায় শোয়েব আখতার

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। বিপিএলকে সামনে রেখে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের সাবেক

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। বিপিএলকে সামনে রেখে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। এবারের বিপিএলে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

রোববার ভোর রাত ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শোয়েব। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ইতিহাসের সবচেয়ে গতিময় বল করা শোয়েব আখতার।

নিলামের আগে থেকেই তাকে মেন্টর হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। ঢাকায় আসার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আগমনের বার্তা দিয়েছিলেন শোয়েব। উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছিলেন, ‘ঢাকা- আমি আসছি অনেক দিন পর।’

এ বিষয়ে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের সফরে শোয়েব আখতার দলের একাধিক প্রমোশনাল কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ এবং ডিনার করার মতো বিশেষ আয়োজনও রয়েছে।

Exit mobile version