ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলার শোয়েব আখতার সর্বোচ্চ ১৬১.৩ কিলোমিটার বেগে বল করেছেন। এবার তিনিই আশা প্রকাশ করে বলেছেন,‘আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক। আজ ঢাকায় এক অনুষ্ঠানে গণমাধ্যমকে এমন কথা বলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। এ সময় বাংলাদেশের গতি তারকা নাহিদ রানার প্রতিও পরামর্শ দিয়েছেন তিনি।
প্রায় এক যুগ আগে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন শোয়েব। এবার ভিন্ন পরিচয়ে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে থাকবেন শোয়েব। সেই লক্ষ্যে শনিবার দিবাগত রাতে বাংলাদেশে পা রাখেন পাকিস্তানের সাবেক এই পেসার।
আজ এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন শোয়েব। ১৬১.৩ কিমি. প্রতি ঘণ্টা গতিবেগে ডেলিভারি করে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। সেই রেকর্ড এখনও অম্লান। এবার বিপিএলে তাসকিন আহমেদের কাছে সেই রেকর্ড ভাঙার আশা জানিয়ে শোয়েব বলেন,’আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক।’
বাংলাদেশে এসে নিজের ভালো লাগার কথা বললেন শোয়েব, ‘আমি এই দেশকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরে বাংলাদেশে আসার জন্য মুখিয়ে ছিলাম। তবে এখানে আসা হচ্ছিল না। আর বাংলাদেশও আমাকে কতটা ভালোবাসে সেটিও আমি জীবনভর দেখেছি। এখানে এসে আমি সত্যিই খুশি।’

বাংলাদেশকে ভালোবাসার কথা জানাতেই পেস বোলিং কোচের দায়িত্ব নেওয়ার বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। উত্তরে শোয়েব বলেন,‘শন টেইট বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা পেস বোলিং কোচ। টেইট থাকলে আমাকে লাগবে না। সে অনেক দারুণ একজন কোচ, ভালো সৎ একজন মানুষ। আমি যদি আসি, আমি সমর্থকদের চ্যাম্পিয়ন হিসেবে আসতে চাইব। সুযোগ এলে চিন্তা করব, তবে আমার হাতে অত বেশি সময় নেই।’
বর্তমানে গতির ঝড় তুলেছেন তরুণ পেসার নাহিদ রানা। এ বিষয়ে শোয়েব বলেছেন,‘নাহিদ রানার ক্ষেত্রে বলব, ট্রেনিং চালিয়ে যেতে হবে। শরীরে চাপ নিতে হবে। যদি পেশি থাকে, পেস ঠিক থাকে, চিন্তা ঠিক থাকে, বিশ্বাস থাকে, সে দুনিয়ার অন্যতম সেরা হতে পারবে। তাসকিনের এই ব্যাপারগুলো আছে। সে অনেক ভালো ছন্দে রয়েছে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















