বিপিএলের এবারের আসরে বল হাতে দারুণ ধারাবাহিক শরিফুল ইসলাম। বিপিএলে তাসকিনের রেকর্ড ভাঙার হাতছানি শরিফুলের সামনে । প্রথম দল হিসেবে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। দলকে ফাইনালে তুলতে পুরো টুর্নামেন্টেই বল হাতে বড় ভূমিকা রেখেছেন শরিফুল। ২৪ উইকেট শিকার করে আসরের সর্বোচ্চ উইকেটশিকারীও এই বাঁহাতি পেসার।
আসরে শরিফুলের সামনে সুযোগ রয়েছে বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ার। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৫.৬ ইকোনমি ও ৯.৫৪ গড়ে ২৪ উইকেট শিকার করা শরিফুলের সামনে আছেন শুধুই তাসকিন আহমেদ। গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে ২৫ উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। সেসময় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ২৩ উইকেটের রেকর্ড ভেঙেছিলেন ডানহাতি এই পেসার।

এবারের তাসকিনের রেকর্ডই হাতছাড়া হওয়ার শঙ্কায়। বিপিএলের ফাইনালে শরিফুলের সুযোগ থাকছে রেকর্ডটা নিজের করে নেওয়ার। টুর্নামেন্টজুড়েই ধারাবাহিক পারফরম্যান্স করা এই বাঁহাতি পেসার মাত্র এক ম্যাচেই এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি। এর বাইরে প্রতিটি ম্যাচেই শরিফুলের কাছে নাস্তানাবুদ হয়েছেন ব্যাটাররা৷
টুর্নামেন্টে শরিফুলের আছে ফাইফারও। মাত্র ৯ রান দিয়ে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেন এই পেসার। সর্বশেষ গতকাল(মঙ্গলবার) দারুণ বোলিং করেছেন শরিফুল।
চার ওভারে ১৬ রান দিয়ে শিকার করেন রায়ান বার্লের উইকেট৷ প্রথম তিন ওভারে মাত্র ৩ রান খরচ করেছিলেন এই পেসার। ফাইনালে একটি উইকেট পেলেই বিপিএলের এক মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ উইকেট বনে যাবেন শরিফুল। দুই উইকেট পেলে রেকর্ডটা নিজের করে নেবেন এই বাঁহাতি পেসার।
বিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট :
- ২৫ – তাসকিন আহমেদ – দুর্বার রাজশাহী
- ২৪* – শরিফুল ইসলাম – চট্টগ্রাম রয়্যালস
- ২৩ – সাকিব আল হাসান – ঢাকা ডায়নামাইটস
- ২২ – কেভন কুপার – বরিশাল বুলস
- ২২ – সাকিব আল হাসান – ঢাকা ডায়নামাইটস
এছাড়াও এক মৌসুমে ২২ উইকেট শিকারের রেকর্ড আছে মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















