বার্সেলোনাকে থামাল সোসিয়েদাদ

লা লিগা

বার্সেলোনাকে থামাল সোসিয়েদাদ

ছবি: সংগৃহীত

টানা ম্যাচ জয়ের কীর্তিতে বার্সেলোনাকে থামাল সোসিয়েদাদ । টানা ১১ ম্যাচ জয়ের কীর্তি নিয়ে রবিবার রাতে লা লিগায় মাঠে নেমেছিল শিরোপা প্রত্যাশী বার্সেলোনা। অ্যাওতে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা ২-১ গোলে হেরে গেছে। শেষ কয়েক মিনিটে রিয়াল সোসেয়েদাদ একজন কম নিয়ে খেললেও বার্সেলোনা হার এড়াতে পারেনি।

বার্সেলোনার এ হারে স্বস্তির বাতাস চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শিবিরে। বার্সেলোনার হারে তারা শিরোপা লড়াইয়ে ভালোভাবে ফিরে এসেছে। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান এখন নুন্যতম। ২০ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৪৯। রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪৮। সোসিয়েদাদের পয়েন্ট ২৪। তাদের অবস্থান আট নম্বরে।

লড়াইয়ে বেশ নাটকীয়তা ছিল। মিকেল ওয়ারজাবালের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল সোসিয়েদাদ। ৩২ মিনিটে এ গোলটি করেছিল তারা। প্রথমার্ধে কোনো দল আর গোল করতে পারেনি। ৭০ মিনিটে বদলি খেলোয়াড় মার্ক রাশফোর্ডের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। পয়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। কিন্তু এই সম্ভাবনার স্থায়িত্ব এক মিনিটও হয়নি। তার আগে আবারও গোল হজম করতে হয় বার্সেলোনাকে। পরের মিনিটেই আবার গোল পায় সোসিয়েদাদ। গনকালো গুয়েদেস করেন গোলটি।

এবারের লিগে বার্সেলোনার এটা প্রথম ড্র। তবে হার রয়েছে তিনটি।

Exit mobile version