বিপিএল শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের সেই দলে আছেন উইকেটকিপার ব্যাটার ও রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। আর বিপিএলের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে জ্বলে উঠতে চান সোহান। বিপিএলে রোববার রাতে ঢাকা ক্যাপিটালসকে ৫ রানে হারিয়ে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে ভেলকি দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১০ রান ডিফেন্ড করতে গিয়ে ফিজ দিয়েছেন কেবল ৪ রান। ৫ রানে জিতেছে রংপুর। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৫৫ রানের সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স। শুরুতে কিছুটা হোঁচট খেলেও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ভর করে ঘুরে দাঁড়ায় রংপুর। শেষ দিকে ২১ বলে ৩৮ রানের ক্যামিও খেলে টিকে ছিলেন খুশদিল শাহ।
জবাব দিতে নেমে মোহাম্মদ মিঠুনের দারুণ ফিফটিতে ভর করে জয়ের খুব কাছে চলে গিয়েছিল ঢাকা। তবে শেষ ওভারে ফিজ ম্যাজিকে জয়টা আর পাওয়া হয়নি। ৩৮ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন মিঠুন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন,‘অইভাবে অফিশিয়ালি জানি না (দলে আছি কিনা)। খেলায় ছিলাম, দলে থাকলে আলহামদুলিল্লাহ।’
বিপিএলের আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে লাগাতে চাওয়ার কথাও বলেন সোহান, ‘এখন যেহেতু রংপুরের হয়ে খেলছি। এখানে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। পরেই বিশ্বকাপ। এখান থেকে আত্মবিশ্বাস যেটা পাব, বিশ্বকাপে কাজে দিবে।’

জাতীয় দলের সতীর্থ সাইফ হাসানের অফ ফর্ম নিয়ে সোহান বলেন, ‘(সাইফ) হয়ত রান করেনি। তবে আশা করি খুব শিগগিরই ভালো রানে আসবে। ভালো প্লেয়ার, সে নিজেকে প্রমাণ করেছে। খুব শীঘ্রই ইনশাআল্লাহ বড় রান পাবে।’
নিজের দল নিয়ে সোহান জানান, ‘আমার কাছে মনে হয় আমরা একটা দল হিসেবে খেলতে চাচ্ছি। টুর্নামেন্টের মাঝে আছে, সবাই প্রতিদিন পারফর্ম করবে না। যার যেদিন দরকার, সবাই সেই সামর্থ্যে আছে, দলের জয়ে অবদান রাখার।’ রংপুরের পরের ম্যাচ ৫ জানুয়ারি, প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















