টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের দল ঘোষণা, ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুই প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে দল ঘোষণা করেছে। আজ এইডেন মার্করামকে অধিনায়ক করে ও কুইন্টন ডি কককে ফিরিয়ে দল ঘোষণা করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। অন্যদিকে ৩৯ বছর বয়সি লেগস্পিনার গ্রায়েম ক্রেমার ও ব্রেন্ডন টেইলরকে নিয়ে সিকান্দার রাজার নেতৃত্বে দল চূড়ান্ত করেছে জিম্বাবুয়ে।

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ডি কক এবং ইনজুরি কাটিয়ে ওঠা এনরিখ নরকিয়া আছেন দলে।

নরকিয়া ও ডি কক আছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে, ছবি: সংগৃহীত

‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডার বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০২৪ সালের বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য হিসেবে রানার্সআপ হয়েছে প্রোটিয়ারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা

এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বশ ও এনরিখ নরকিয়া।

অপরদিকে, বাছাইপর্ব থেকে বাদ পড়ে গত বিশ্বকাপ খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার তারা ফিরেছে এবং সে কারণেই শক্তিও বাড়িয়েছে। দুই ৩৯ বছর বয়সি অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়েছে দলে। ২০১০ ও ২০১২ বিশ্বকাপ খেলা লেগস্পিনার গ্রায়েম ক্রেমারের সঙ্গে আছেন নির্ভরযোগ্য ব্যাটার ব্রেন্ডন টেইলর।

টেইলর ও ক্রেমার থাকলেও জিম্বাবুয়ে দলে নেই শন উইলিয়ামস, ছবি: সংগৃহীত

অভিজ্ঞ শন উইলিয়ামসকে বাদ দিয়ে নেওয়া হয়েছে ক্লাইভ মাডান্ডেকে। ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান। ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাডলি ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, টাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মেয়ার্স, রিচার্ড এনগ্রাভা ও ব্রেন্ডন টেইলর।

Exit mobile version