টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা , দুটি পরিবর্তন এনেছে তারা । ইনজুরির কারণে টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরার বদলে ত্রিস্তান স্টাবস ও রায়ান রিকেলটন জায়গা পেয়েছেন প্রোটিয়া বিশ্বকাপ স্কোয়াডে।
গত ডিসেম্বরে ভারতে খেলার সময় পাওয়া হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠতে পারেননি টনি ডি জর্জি। আর এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সময় ফিল্ডিংয়ের করতে গিয়ে কাঁধে চোট পান ফেরেইরা। এই দুজনই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন।
অন্যদিকে ফিটনেস নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ডেভিড মিলারকে ঘিরে। অ্যাডাক্টর ইনজুরির কারণে তিনি চলমান এসএ টি-টোয়েন্টির এলিমিনেটর ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না। বিশ্বকাপে তার খেলা নির্ভর করবে তার ফিটনেস পরীক্ষার ওপর।
এছাড়াও দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে কয়েকটি ইনজুরি সংক্রান্ত সমস্যা আছে। লুঙ্গি এনগিডি ও ডিওয়াল্ড ব্রেভিসও পর্যবেক্ষণে আছেন। আইসিসির নিয়ম অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত যেকোনো কারণে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। তাই বাকিদের ব্যাপারে সময় পাচ্ছে প্রোটিয়ারা।
জর্জির বদলে তিন নম্বরে ব্যাটিং বিকল্প হিসেবে টিম ম্যানেজমেন্ট রেজা হেনড্রিকসকে বিবেচনায় রাখলেও দুর্দান্ত ফর্মে থাকা রিকেলটনকেই বেছে নিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এসএ টি-২০ আসরে এবার ৪২.১২ গড় ও ১৫৬.০১ স্ট্রাইকরেটে ৩৩৭ রান করেছেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














