যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার রান উৎসব

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ

যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার রান উৎসব

রান উৎসবে দক্ষিণ আফ্রিকা। ছবি: সংগৃহীত

যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার রান উৎসব , অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বের খেলায় জয় পেয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। সোমবার পাকিস্তান ৬ উইকেটে স্কটল্যান্ডকে, শ্রীলঙ্কা ১০৬ রানে আয়ারল্যান্ডকে এবং দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানের বিশাল ব্যবধানে তাঞ্জানিয়াকে হারায়। এদিন মাঠে নামা ছয় দলেরই ছিল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ।

শ্রীলঙ্কার ছিল এটা দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় জয়। অন্যদিকে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ছিল প্রথম জয়। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল। আর পাকিস্তান হেরেছিল ইংল্যান্ডের কাছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট হাতে নেমে শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে ২৬৭ রান করে। জবাবে আয়ারল্যান্ড ১৬১ রানে সব উইকেট হারায়।

প্রথম ম্যাচে হেরে যাওয়ায় পাকিস্তানের সামনে জয়ের বিকল্প ছিল না। কাঙ্খিত সেই জয় তারা তুলে নেয় সহজে। চমৎকার বোলিংয়ে স্কটিশদের ১৮৭ রানে অল আউট করে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

তাঞ্জানিয়া বিপক্ষে রান উৎসব করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৩৯৭ রান করে। জবাবে তাঞ্জানিয়া ৬৮ রানে সব উইকেট হারায়।

সংক্ষিপ্ত স্কোর


দক্ষিণ আফ্রিকা:
৩৯৭/৫ (৫০ ওভার)। (জ্যাসন রোলস ১২৫*; সিম্বা মাকি ২/৮৫)।
তাঞ্জানিয়া: ৬৮ (৩২.২ ওভার)। (সিম্বা ১৭; বায়ান্দা মাজোলা ২/৬)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে জয়ী।

স্কটল্যান্ড: ১৮৭ (৪৮.১ ওভার)। (থমাস নাইট ৩৭; আলী রাজা ৪/৩৭)।
পাকিস্তান: ১৯০/৪ (উসমান খান ৭৫; ওলি জোন্স ২/৪১)।
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

শ্রীলঙ্কা: ২৬৭/৫ (৫০ ওভার)। (ভিমাথ দিনসারা ৯৫; ওলিভার রিলে ২/৫১)।
আয়ারল্যান্ড : ১৬১ (কালাম আর্মস্ট্রয় ৩৯; দুলনিথ সিগেরা ৪/১৯)।
ফল: শ্রীলঙ্কা ১০৬ রানে জয়ী।

Exit mobile version