শীর্ষে থেকে বছর শেষ স্পেনের- এক মাসে অপরিবর্তিত বাংলাদেশ

শীর্ষে থেকে বছর শেষ স্পেনের- এক মাসে অপরিবর্তিত বাংলাদেশ

শীর্ষে থেকে বছর শেষ স্পেনের, ছবি: সংগৃহীত

এ বছর আর কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নেই। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে বছর শেষ স্পেনের- এক মাসে অপরিবর্তিত বাংলাদেশ । ১৮০ নম্বরেই আছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ের সেরা দশে আসেনি কোনো পরিবর্তন- অর্থাৎ গত বছরের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে নতুন করে কোনো দল আসেনি।

গত বছর এই সময়ে বাংলাদেশ দলের ফিফা র‌্যাঙ্কিংয়ে অবস্থান ছির ১৮৫ নম্বরে। সেখান থেকে ৫ ধাপ উন্নতি হয়েছে। যদিও গত মাসে ১৮০ নম্বরেই ছিল বাংলাদেশ, এ মাসেও সেখানেই আছে। ২০২২ বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করা মরক্কোর ১৯৮৮ সালে সেরা র‌্যাঙ্কিং ১০ ছিল। এবার দশে থাকা ক্রোয়েশিয়ার চেয়ে মাত্র ০.৫৪ পয়েন্ট কম নিয়ে ১১ নম্বরে মরক্কো।

গত এক মাসে র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের, ছবি: সংগৃহীত

১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই বছর শেষ করেছে স্পেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৮৭৩.৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, ১৮৭০ পয়েন্ট নিয়ে ফ্রান্স তৃতীয়, ১৮৩৪.১২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চতুর্থ ও ১৭৬০.৪৬ পয়েন্ট নিয়ে ব্রাজিল পঞ্চম স্থানে।

এছাড়া বছর শেষের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে আছে পর্তুগাল (৬), নেদারল্যান্ডস (৭), বেলজিয়াম (৮), জার্মানি (৯) ও ক্রোয়েশিয়া (১০)। এএফসির সদস্য দেশগুলোর মধ্যে জাপান সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে রয়েছে। তারা ফিফা র‌্যাঙ্কিংয়ে আছে ১৮ নম্বরে, পয়েন্ট ১৬৫০.১২।

সার্বিকভাবেই গত ১ মাসে বড় উন্নতি হয়েছে ভিয়েতনামের। তারা ৩ ধাপ এগিয়ে এখন ১০৭ নম্বরে। সবচেয়ে পতন হয়েছে মালয়েশিয়ার, ৫ ধাপ পিছিয়ে তাদের অবস্থান ১২১।

আফ্রিকার (সিএএফ) দেশগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থান মরক্কোর ১১ নম্বরে থাকা। এছাড়া সেনেগাল ১৯ ও আলজেরিয়া ৩৪ নম্বরে আছে।

কনকাকাফ অঞ্চল থেকে ফিফা র‌্যাঙ্কিংয়ে সেরা যুক্তরাষ্ট্র। তারা ১৬৮১.৮৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে। এছাড়া মেক্সিকো ১৫, কানাডা ২৭, পানামা ৩০ ও কোস্টারিকা ৪৯ নম্বরে আছে। ওশেনিয়া অঞ্চলের সেরা দল নিউজিল্যান্ড ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৭ নম্বরে ও নিউ ক্যালিডোনিয়া ১৫০ নম্বরে।

Exit mobile version