বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে। একজন প্লেয়ারকে আইপিএলে নিরাপত্তা দিতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে কীভাবে বাংলাদেশ দল এবং দল সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তা দেবে ভারত? মোস্তাফিজ ইস্যুতে ৩ জানুয়ারি রাতেই জরুরি সভা করেছিল বিসিবি।
পরে রোববার ৪ জানুয়ারি আবারও সভায় বসে ক্রিকেট বোর্ড। আগের সভায় বেশি কড়া জবাব দেওয়ার সিদ্ধান্ত না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পেয়ে এবার নড়েচড়ে বসেছে বিসিবি। সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যেতে আবেদন জানিয়ে চিঠি দেওয়া হবে।
এর আগে ৩ জানুয়ারি রাতে এক ফেসবুক পোস্টে মুস্তাফিজের ঘটনার প্রতিবাদ জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল, যিনি একই সাথে সরকারের আইন উপদেষ্টাও। সেই পোস্টে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার দাবি জানাতে বোর্ডকে নির্দেশ দেওয়ার কথাও জানান আসিফ। পরে আরেক ফেসবুক পোস্টে মুস্তাফিজের ঘটনার নিন্দা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।
বিসিবির ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আরও একটি ফেসবুক পোস্ট দিলেন আসিফ নজরুল। সেখানে উপদেষ্টা আসিফ লিখেছেন,
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
