অনেকবারই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশা থেকে নানা কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নোবেল কমিটি তাকে সেই পুরস্কার দেয়নি। তবে শুক্রবার ‘শান্তি পুরস্কার’ পেয়ে গেলেন তিনি। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) তাকে ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান করেছে। ফিফা এ পুরস্কার এবারই চালু করেছে।
হোয়াইট হাউজ থেকে কিছু দূরেই জন এফ. কেনেডি সেন্টার। সেখানে বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানের জন্য বিছানো লাল গালিচায় একের পর এক পা পড়েছে কিংবদন্তিদের। ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে বিশেষ নজর কাড়েন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর সঙ্গে লাল গালিচা দিয়ে অতিথিদের নিয়ে আসন গ্রহণ করেন তিনি। তারপর গান ও ইনফ্যান্তিনোর স্বাগত বক্তব্য শেষে ট্রাম্পকে দেওয়া হয় ফিফা শান্তি পুরস্কার।
পুরস্কারের পদক নিজেই নিজের গলায় ঝুলিয়েছেন ট্রাম্প। পাশে থেকে ইনফ্যান্তিনো পুরস্কারের জন্য দেওয়া বিশেষ সনদ থেকে কিছু অংশ পড়ে শোনান।
এ বছরের নভেম্বরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা দেয়, শান্তির জন্য অসামান্য ও ব্যতিক্রম কাজ এবং বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করার জন্য তারা ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বিশ্বের ৫০০ কোটির বেশি ভক্তদের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে।
ফিফার এই ঘোষণার পর ট্রাম্পের সঙ্গে ইনফ্যান্তিনোর ঘনিষ্ঠতা দেখে অনেকে আগে থেকেই অনুধাবন করে নিয়েছিলেন পুরস্কারটা কে পেতে যাচ্ছেন। প্রথমবার এই পুরস্কার দেওয়া হয়েছে ড্রয়ের ভেন্যুতেই, হোয়াইট হাউস থেকে মিনিট খানেক দূরে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে, যার বোর্ড চেয়ার ট্রাম্প নিজে।
ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার প্রদানের আগে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছেন প্রকাশ্যে। বিজয়ী হিসেবে ভেনেজুয়েলার নেতা মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণার আগের দিনও ইনস্টাগ্রামে ইনফান্তিনো বলেছিলেন, ট্রাম্প অবশ্যই শান্তি পুরস্কারের দাবি রাখে।
