অলিম্পিকে ফিরছে ক্রিকেট

১৯০০ সালে প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো ক্রিকেট অন্তর্ভূক্ত ছিলো। ওই একবারই। এর পর আর মাল্টি ডিসিপ্লিনের এই বৈশ্বিক আসরে আর ‘ভদ্রলোকের’ খেলা হিসেবে পরিচিত ব্যাট-উইলোর লড়াই দেখা যায়নি। তবে শত বর্ষ পেরিয়ে আবারও অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ‘এলএ-২৮’ অলিম্পিকে ফিরবে ক্রিকেট।এমনটাই জানিয়েছে ইন্টারন্যাশল অলিম্পিক কমিটি, আইওসি।

অলিম্পিকে ক্রিকেট ফেরানোর জন্য অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি। সারাবিশ্বেই ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য আইসিসি’র নানা উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। কিন্তু অলিম্পিকের মতো মেগা ইভেন্ট ক্রিকেট এখনো পর্যন্ত দূরেই আছে। ক্রিকেটকে অন্তুর্ভুক্ত করতে তাদের সবুজ সংকেত দিয়ে রেখেছে আওসি। তবে ঠিক কবে থেকে ক্রিকেট অলিম্পিকে জায়গা পাবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি সংস্থাটি। শেষ পর্যন্ত জানা গেলো চূড়ান্ত দিনক্ষণ।

২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে আয়োজিত হতে যাওয়া অলিম্পিকে ক্রিকেটকে জায়গা করে দিতে প্রস্তুত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি। এর আগে অলিম্পিকের ইতিহাসে ক্রিকেট খেলা কেবলমাত্র একটি সংস্করণে অন্তর্ভূক্ত হয়েছিলো। এই মঞ্চে ক্রিকেটকে শেষবার দেখা গিয়েছিলো ১৯০০ সালে।

আগামী ১৫ই অক্টোবর মুম্বাইয়ে নিজেদের ১৪১তম বৈঠক আয়োজন করবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সেই বৈঠকে ক্রিকেটের অলিম্পিকে অন্তর্ভুক্তিকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

Exit mobile version