এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড় নিলাম হয়েছে আরব আমিরাতের দুবাইয়ে ও সৌদি আরবের জেদ্দায়। আগামী আসরের জন্য খেলোয়াড় নিলামও দেশের বাইরে হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে। আর এবার তা হবে আরব আমিরাতের আবুধাবিতে।
এবার আইপিএল নিলাম হওয়ার কথা ছিল ভারতেই। কিন্তু শেষ মুহুর্তে সিদ্ধান্ত বদলেছে বিসিসিআই। এবারও মিনি নিলাম অনুষ্ঠিত হবে। কারণ ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষে খুব বেশি ক্রিকেটার নিতে হবে না কোনো দলকেই। বিসিসিআই জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা ১৫ নভেম্বর দুপুর ৩টার মধ্যেই জমা দিতে হবে। কারণ এরপরই খেলোয়াড় নিলামের জন্য তালিকা ও ক্যাটাগোরি চূড়ান্ত করা হবে। আগামী ১ মাসের মধ্যে নতুন খেলোয়াড়রাও নিবন্ধন করতে পারবে নিলামের জন্য।
নিলামের এক সপ্তাহ আগে থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো আইপিএলের দেওয়া নিয়ম অনুসারে ট্রেডিং করতে পারবে। এই ট্রেডিং প্রক্রিয়াতেও অনেক ক্রিকেটার দল বদলে ফেলবেন। আইপিএল শুরুর ১ মাস আগেও ট্রেড করা যাবে। কিন্তু এবারের নিলামে যাদের দলগুলো নেবে সেই ক্রিকেটাররা ট্রেডিংয়ের আওতায় পড়বেন না।
ইতোমধ্যেই ৫টি দল ট্রেডিং করেছে। এটি আসরে এক দলের সঙ্গে আরেক দলের খেলোয়াড় বদলের একটি প্রক্রিয়া। এবার সবচেয়ে বড় ট্রেড হয়েছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য রাজস্থানকে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে দিয়ে দিচ্ছে চেন্নাই।
এছাড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ট্রেডিং করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে। এ প্রক্রিয়ায় শার্দুল ঠাকুর ফিরছেন মুম্বাইয়ে। ক্যাশ অন ট্রেডিং হলেও শার্দুলকে নেওয়ার পাশাপাশি অর্জুন টেন্ডুলকরকে ছেড়ে দিয়েছে মুম্বাই। এই ট্রেডিং এবং খেলোয়াড় ধরে রাখা-ছেড়ে দেওয়া সম্পন্ন হওয়া সাপেক্ষে ১৫ নভেম্বরের পর মিনি নিলামে ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা দেবে বিসিসিআই।
