আফগানিস্তানকে বিধ্বস্ত করে সেমিতে এক পা বাংলাদেশের
এশিয়া কাপ রাইজিং স্টারস আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। কাতারের দোহায় আজ আফগানিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে বিধ্বস্ত করেছে আকবর আলীর দল। কঠিন উইকেটে ১৮.৪ ওভারে আফগানিস্তান ‘এ’ ৭৮ রানে গুটিয়ে যায়। এরপর ১৩.৩ ওভারে ২ উইকেটে ৭৯ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ ‘এ’ দল। এর ফলে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দল সেমিফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেছে । টানা দ্বিতীয় জয়ে তাদের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খুব বড় ব্যবধানে হারলে এবং আফগানরা অনেক বড় ব্যবধানে হংকংকে হারালেই শুধু বাংলাদেশের সেমি খেলা হবে না।

টস জিতে আগে আফগানিস্তান ‘এ’ দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ‘এ’ দল। শুরু থেকেই বাংলাদেশী বোলারদের দাপটে রান তুলতে হিমশিম খেয়েছেন আফগান ব্যাটাররা। উইকেটও ব্যাটিংয়ের জন্য তেমন সহায়ক ছিল না। তাই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানিস্তান। বিধ্বংসী বোলিং করে ৩ টপ অর্ডারের উইকেট তুলে নিয়েছেন ডানহাতি পেসার রিপন মণ্ডল। আরেক পেসার আব্দুল গাফফার সাকলাইনও দারুন বোলিং করেন।
টানা ৬৭ বল বাউন্ডারি ছাড়া
এক সময় ৩৫ রানেই ৫ উইকেট হারায় আফগানিস্তান ‘এ’ দল। তবে অধিনায়ক ও অভিজ্ঞ দারবিশ রসুলি দারুন ব্যাটিং করেন। তিনি বাঁহাতি পেসার আবু হায়দার রনির এক ওভারে ১৫ রান তুলে নেন। এতেই যেন একশ’ ছোঁয়ার একটা সম্ভাবনা তৈরি হয় আফগানদের। কিন্তু বাংলাদেশের স্পিনাররা তা হতে দেননি। মাঝে টানা ৬৭ বলে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি আফগানিস্তানের ব্যাটাররা।
অন্যপ্রান্তে সঙ্গ দেওয়ার কেউ নেই এবং রান তোলার চাপও বেড়েছে। তাই ভালো খেলতে থাকা দারবিশ রসুলি ১৬তম ওভারের প্রথম বলে আব্দুল গাফফারের পেসে বোল্ড হয়ে যান। তিনি ২৮ বলে ২ চার, ১ ছয়ে ২৭ রান করেন। এছাড়া ইজাজ আহমেদ আহমেদজাই ২৬ বলে ১২ ও কাইস আহমেদ ১২ বলে ১ চারে অপরাজিত ১২ রান করেন। ১৮.৪ ওভারে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান ‘এ’ দলের ইনিংস।
বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৪ ওভারে মাত্র ৭ রানে ও রিপন মণ্ডল ৪ ওভারে ১০ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। এছাড়া মেহেরব হাসান ৪ ওভারে ১ মেডেন দিয়ে ১৪ রানে ২ উইকেট শিকার করেন।
গজানফরদের স্পিন আক্রমণ
টার্গেট মাত্র ৭৯ রানের হলেও আফগানিস্তানের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ৩ স্পিনার মোহাম্মদ গজানফর, কাইস আহমেদ ও নানজেয়ালিয়া খরোত চ্যালেঞ্জে ফেলে দেন বাংলাদেশ ‘এ’ দলের টপঅর্ডারকে। বিশেষ করে গজানফর একটানা ৪ ওভার বোলিং করে ১ মেডেনে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন। তার শিকার হন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান (১৩ বলে ১ ছয়ে ১০) ও জিশান আলম (১৬ বলে ১ চারে ১০)।
৬.২ ওভারে মাত্র ২৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দেখেশুনে খেলে জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন দলকে জয়ের পথে নিয়ে যান। ১২তম ওভারে ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা পেসার আব্দুল্লাহ আহমদজাইকে টানা ২ ছক্কা হাঁকিয়ে চাপ কমিয়ে ফেলেন তরুন ব্যাটার জাওয়াদ। ওই ওভারে আসে ১৬ রান।
এরপর আর জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। ১৩.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৭৯ রান তুলে ৮ উইকেটের বিশাল জয় পায় তারা। জাওয়াদ আবরার ২২ বলে ১ চার, ২ ছয়ে ২৪ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৩০ বলে ৩ চারে ২৭ রান করে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ‘এ’ দল- ৭৮/১০; ১৮.৪ ওভার (রসুলি ২৭, কাইস ১২*, ইজাজ ১২; রাকিবুল ৩/৭, রিপন ৩/১০, মেহেরব ২/১৪)।
বাংলাদেশ ‘এ’ দল- ৭৯/২; ১৩.৩ ওভার (মাহিদুল ২৭*, জাওয়াদ ২৪*; গজানফর ২/৮)।
ফলঃ বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচঃ রিপন মণ্ডল (বাংলাদেশ ‘এ’)।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















