বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় নিলাম হয়ে গেছে ৪ দিন আগে। নিলামের আগেও সরাসরি চুক্তিতে দু’জন করে বিদেশি দলে নেওয়ার সুযোগ পেয়েছে দলগুলো। তবে নিলাম শেষেও একের পর এক বিদেশি ক্রিকেটারকে দলে নিয়ে চমক দেখাচ্ছে দলগুলো। সেই ধারাবাহিকতায় এবার সিলেট টাইটান্স দলে টেনেছে আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে।
আফগানিস্তান দলের অন্যতম অপরিহার্য খেলোয়াড় আজমতউল্লাহ ওমরজাই। এখন পর্যন্ত তিনি ৩টি মৌসুমে বিপিএল খেলেছেন। এর মধ্যে সর্বশেষ দুইবারই ওমরজাই খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। এবার ঠিকানা বদলে গেল তার।
অবশ্য বিপিএলের গত আসরে ওমরজাই ছিলেন না। প্রথমবার তিনি খেলেন ২০২২ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে। পরের দুই মৌসুমে রংপুরের জার্সিতে।
সবমিলিয়ে বিপিএলে ওমরজাই ২০ ম্যাচ খেলেছেন। মিডিয়াম পেসে উইকেট নিয়েছেন ২২টি। ওভারপ্রতি রান খরচের পরিমাণ ৭.৩৫। আর ব্যাট হাতে করেছেন ২৩.৬৩ গড় ও ১৩২.৬৫ স্ট্রাইকরেটে ২৬০ রান।
আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৫ বছর বয়সি ওমরজাইকে দলে নেওয়ার বিষয়টি জানিয়েছে সিলেট টাইটান্স। দলটি ইতোমধ্যেই পাকিস্তানের মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবকে সরাসরি চুক্তিতে এবং নিলাম থেকে অ্যাঞ্জেলো ম্যাথুস ও অ্যারন জোন্সকে বিদেশি হিসেবে নিয়েছে।
