ইডেন টেস্টে দুই দিনে ২৬ উইকেট! অবিশ্বাস্য ম্যাচ পরিস্থিতি
কলকাতার ইডেন গার্ডেন্সে ভুতুড়ে এক পরিস্থিতি তৈরি হয়েছে ব্যাটারদের জন্য। স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান সিরিজের প্রথম টেস্টে এই ভেন্যুর উইকেট রীতিমতো বিভীষিকাময় হয়ে উঠেছে। ইডেন টেস্টে দুই দিনে ২৬ উইকেটের পতন! । যদিও ভারতের অধিনায়ক শুবমান গিল ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার পর আর নামেননি, তাই ভারত অলআউট হয়েছে। এতে অবশ্য বিপাকে আছে প্রোটিয়ারাই। কারণ দ্বিতীয় ইনিংসে তারা ৭ উইকেটে মাত্র ৯৩ রান তুলেছে। এতে লিড পেয়েছে মাত্র ৬৩ রানের!
টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। কিন্তু ব্যাটাররা যোগ দেন যাওয়া-আসার মিছিলে। জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের পেসে নাজেহাল হয়ে মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। বুমরাহ ৫টি, সিরাজ ২টি ও কুলদীপ যাদব ২টি উইকেট নেন। আজ ম্যাচের দ্বিতীয় দিনশেষে প্রোটিয়ারা তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৯৩ রান। ৭৮ বলে ২৯ রান করে অপরাজিত আছেন অধিনায়ক টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার দুই ইনিংস মিলিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম ইনিংসে ওপেনার এইডেন মার্করাম ৪৮ বলে ৩১ রান করেছিলেন।
বোলারদের দাপট
বোলাররা ইডেন টেস্টে খুবই আনন্দময় সময় কাটাচ্ছেন। প্রথম ইনিংসে ভারতীয় পেসাররা দাপট দেখালেও দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী হয়ে উঠেছেন স্পিনাররা। রবীন্দ্র জাদেজা ৪টি, কুলদীপ যাদব ২টি ও অক্ষর প্যাটেল ১টি উইকেট নিয়েছেন। এখনও কোনো পেসার উইকেট পাননি।

ব্যাটারদের জন্য খুবই দুর্দশাপূর্ণ সময় যাচ্ছে ইডেনে। প্রোটিয়া ব্যাটাররা পারছেন না, এমনকি স্বাগতিক ভারতের ব্যাটিং লাইনের অবস্থাও তথৈবচ। প্রথম ইনিংসে ভারত গুটিয়ে গেছে ১৮৯ রানে। অফস্পিনার সাইমন হারমার ৪টি ও পেসার মার্কো ইয়ানসেন ৩টি উইকেট নেন।
ভারতীয় ইনিংসে লোকেশ রাহুল সর্বোচ্চ ৩৯ রান করতে খেলেছেন ১১৯ বল। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করতে ওয়াশিংটন সুন্দর ৮২ বল হজম করেছেন। ‘বাজ বল’ ক্রিকেটের যুগে এই ব্যাটিং যেন প্রাগৈতিহাসিক কালের কথাই মনে করিয়ে দিচ্ছে। এর পেছনে মূলত দায়ী ইডেনের উইকেট। আর সেজন্য কঠোর সমালোচনা ও বিতর্কও হচ্ছে।
ইডেন টেস্টের প্রথম দিন পড়েছে ১১ উইকেট। আর আজ দ্বিতীয় দিন পতন ঘটেছে ১৫ উইকেটের। শুবমান গিল গলার ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। তবে এরকম একটি টেস্ট ম্যাচেই ছক্কার রেকর্ড করেছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। তিনি ২৪ বলে ২ চার ও ২ ছক্কায় ২৭ রান করেন। আর এতেই ভারতের হয়ে টেস্টে সর্বাধিক ছক্কার রেকর্ড হয়ে গেছে পান্তের। ৮৩ ইনিংসে তার ছক্কা ৯২টি। তিনি পেছনে ফেলেছেন বীরেন্দর শেবাগকে।

পান্তের ছক্কার রেকর্ড
শেবাগ ভারতের হয়ে টেস্টে হাঁকিয়েছেন ৯০টি ছক্কা। তিনি ১৭৮ ইনিংস ব্যাট করেছেন। সে তুলনায় ঋষভ পান্ত অনেক কম ইনিংসে ব্যাট করেই রেকর্ড গড়লেন। তৃতীয় অবস্থানে আছেন রোহিত শর্মা। তিনি ১১৬ ইনিংস ব্যাট করে ৮৮ ছক্কা হাঁকিয়েছেন। তবে তারা দু’জনই এখন সাবেক হয়ে গেছেন। বর্তমানে খেলা চালিয়ে যাওয়াদের মধ্যে রবীন্দ্র জাদেজা ৮০ ছক্কা হাঁকিয়েছেন ১৩০ ইনিংসে। তালিকায় তার অবস্থান চারে।
তাই বিতর্ক হোক বা সমালোচনা হোক, স্বাগতিক ভারত বেশ ভালো অবস্থানেই আছে ইডেন টেস্টে। কারণ দক্ষিণ আফ্রিকার বাকি আছে ৩ উইকেট, লিড নিয়েছে মাত্র ৬৩ রানের। অবশ্য এই ভয়ানক উইকেটে কত রানের টার্গেট ভারত ছুঁয়ে জিততে পারেবে তা নিশ্চিত করে বলার উপায় নেই!
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













