আগের দিনই বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) স্পন্সর হিসেবে পেট্রোনাসের নাম ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এমনকি টুর্নামেন্টের লোগোও প্রকাশ্যে আসে। কিন্তু পরদিন দুপুরের কিছু আগেই মালয়েশিয়ার তেল–গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি নাকচ করে। বিষয়টি নিয়ে এক ধোঁয়াশার তৈরি হয়। তবে আজ সন্ধ্যায় বিষয়টি পরিষ্কার করে বাফুফে নতুন স্পন্সর ঘোষণা করে।
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ২০২৫-২৬ মৌসুমের টাইটেল স্পন্সর কোন প্রতিষ্ঠান? দীর্ঘ বিরতির পর লিগ আবার মাঠে গড়ালেও তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে সোমবার। কারণ রবিবার বাফুফে যাদের স্পন্সর হিসেবে ঘোষণা করেছে সেই পেট্রোনাস সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি অস্বীকার করে। এ নিয়ে দিনভর নানা গুঞ্জন ও আলোচনা চলে ক্রীড়াঙ্গনে।
অবশেষে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে নিশ্চিত করে এবারের লিগের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ‘ইউনাইটেড হেলথ কেয়ার’। ২৬ সেপ্টেম্বর শুরু হয়েছে লিগ। ৩৪ দিন বন্ধ ছিল। এই সময়ের মধ্যেও বাফুফে টাইটেল স্পন্সরের বিষয়টি নিশ্চিত করতে পারেনি এ নিয়েই নানা সমালোচনা। কারণ রবিবার টাইটেল স্পন্সরের নামসহ যে অফিসিয়াল লোগো প্রকাশ করা হয় সেটি সব গণমাধ্যমেই এসেছে। সেটা নিয়ে আজ বিভ্রান্তিকর এক পরিস্থিতি তৈরি হয়।
আজ দুপুরের আগে দেওয়া বিবৃতিতে পেট্রোনাস থেকে বলা হয়,‘বাংলাদেশ ফুটবল লিগের কথিত টাইটেল স্পন্সরশিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য ছড়ানো হয়েছে, সে সম্পর্কে আমরা অবগত। পেট্রোনাস বিএফএলের সঙ্গে কোনো স্পন্সরশিপ চুক্তি করেনি এবং আমাদের ব্র্যান্ড ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি।’

পেট্রোনাসের এমন সোজাসাপটা ঘোষণার পর বাফুফের ঘুম ভাঙে। সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে ফুটবল ফেডারেশন জানায়, পেট্রোনাসের বাংলাদেশের প্রতিনিধি ‘ইউনাইটেড গ্রুপ’-এর সঙ্গেই মূলত তাদের আলোচনা হয়েছিল। পেট্রোনাসের আপত্তির পর বাফুফে নিশ্চিত করে যে, ইউনাইটেড গ্রুপ এখন তাদের আরেক সহযোগী প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’-এর নামে লিগের স্পন্সরশিপ কার্যক্রম পরিচালনা করবে।
এ বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘আমরা দুই মাসেরও বেশি সময় আগে ইউনাইটেড গ্রুপের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে তারা তাদের কোন ব্র্যান্ডের নামে লিগ ব্র্যান্ডিং করবে, সেই সিদ্ধান্ত নিতে সময় নেওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা দেরি হয়েছে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















