৬ বছরেরও বেশি সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন না। অনেকবারই ডাক পেয়েছেন সুনিল নারাইন, কিন্তু রাজি হননি। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ এই ক্যারিবিয়ান অলরাউন্ডার এবার নতুন উচ্চতায় উঠেছেন। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ৩৭ বছর বয়সি নারাইন।
চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-২০) আসরে আবুধাবি নাইট রাইডার্সের অধিনায়কত্ব করছেন নারাইন। বুধবার রাতে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে তার দল ৩৯ রানের জয় পায়। এই ম্যাচেই ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন নারাইন।
নামের পাশে ৫৯৯টি টি-টোয়েন্টি উইকেট নিয়ে খেলতে নামেন নারাইন। ম্যাচের ৬ষ্ঠ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই সাফল্য পান তিনি। টম অ্যাবেলকে লেগ বিফোর উইকেটের ফাঁদে পেলে এই অভিজ্ঞ স্পিনার ছুঁয়ে ফেলেন স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬০০ উইকেটের মাইলফলক। ৫৬৮ ম্যাচের ৫৫৬ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

বিশ্বের তৃতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন নারাইন। আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান ও ওয়েস্ট ইন্ডিজের পেসার ডোয়াইন ব্রাভো টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন। রশিদের ৪৯৯ ম্যাচের ৪৯৫ ইনিংসে ৬৮১টি ও ব্রাভোর ৫৮২ ম্যাচে ৫৪৬ ইনিংসে ৬৩১টি উইকেট আছে।
শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৯২ উইকেট নারাইনের। ১৫ মৌসুমে ১৮৯ ম্যাচ খেলেছেন তিনি দলটির হয়ে। আর কোনো দলের হয়ে এত উইকেট পাননি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











