টানা দ্বিতীয়বার এশিয়া জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের যুবারা দেশে ফিরেছেন গত রাতে দুবাই থেকে । তাদেরকে স্বাগত জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী ও কয়েকজন পরিচালক।

আজিজুল হাকিমদের আগমনে প্রাণোচ্ছল হয়ে উঠেছিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

যুবা ক্রিকেটারদের এই সাফল্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
