ওয়ানডেতে তিন ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশ দল এবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে। তাও আবার এক ম্যাচ হাতে রেখেই।
বুধবার অর্নোস ভেলে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ব্যাট করে বরাবরের মতোই ব্যর্থতার পরিচয় দিয়েছিল টাইগাররা। এক বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা শামীম প্রথম ম্যাচে ২৭ রানের ইমপ্যাক্টফুল ইনিংস খেলেছিলেন। আজকেও ১৭ বলে ৩৫ রানের ইনিংস খেলে দলের স্কোরকে ১২৯ রানে নিয়ে যায়। এই রানে সবাই ভেবেই নিয়েছিল বাংলাদেশ এই ম্যাচে জয় পাবে না। কিন্তু ক্রিকেটে যে কখন কি হয় তা বলা মুশকিল। যার জন্য এই স্বল্প পুঁজি নিয়েই বল হাতে দারুণ নৈপূণ্য দেখায় টাইগার বোলাররা।

শুরুর দিকে ক্যারিবিয়ানরা বেশ ভালো শুরু করেছিল। কিন্তু তৃতীয় ওভারে তাসকিন বোলিংয়ে আসার পরই শুরু হয় ধ্বস। এরপর এক এক করে মেহেদী, হাসানরা তাদের বোলিং তোপে বিধ্বস্ত করে ওয়েস্ট ইন্ডিজকে।
বোলিং নৈপুণ্যের ফলে ক্যারিবীয়দের ১০২ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। ২৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ (২-০) নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৭ রানে জিতেছিল বাংলাদেশ।