খুলনার দেয়া ১৮৮ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ১৯.১ ওভার খেলেই ৫ উইকেটে জয় পেয়েছে তামিম-মুশফিকের ফরচুন বরিশাল।
শুরুতে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছে খুলনা টাইগার্স। দলের হয়ে ৫ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ২৭ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মোহাম্মদ নাঈম। ২ বাউন্ডারি ও ২ ছক্কায় ২৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন আফিফ হোসাইন। খুলনার হয়ে টপ অর্ডারের ৪ ব্যাটারই ভালো রান করেছেন। ২ অঙ্কের ঘর পার হয়েছেন ৭ জনের মধ্যে ৬ জনই।
বিপরীতে ব্যাটিং করতে নেমে মোটামুটি ভালোই শুরু করেছেন ওপেনার তাওহীদ হৃদয় ও তামিম ইকবাল। তবে ইনিংস লম্বা করতে পারেননি হৃদয়, ফিরে যান ৭ বলে ১১ করে। এরপর তামিম আর ডেভিড মালানের জুটিতে করে বেশ এগিয়ে যায় বরিশাল। দলীয় ১০২ রানে ও ১ চার ও ২ ছক্কায় করা ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে আউট হন তামিম।
এরপর মালান ও মুশফিক আবার জুটি গড়েন। তবে হাফ সেঞ্চুরি করে বেশিদূর যেতে পারেননি মালান। ৮ চার ও ৩ ছক্কায় সাজানো ৩৭ বলে ৬৩ রানের ব্যক্তিগত ইনিংস শেষে বিদায় নেন তিনি। এরপর মাহমুদুল্লাহ, ফাহিম ও মোহাম্মদ নাবিতে ভর করে কাঙ্ক্ষিত জয়ে পৌঁছে যায় বরিশাল। প্লেয়ার অব দ্যা ম্যাচ হন ডাভিড মালান।
খুলনার হয়ে ২.৪ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন আবু হায়দার। এছাড়া আর কোন বোলার ভালো কিছু করতে পারেনি।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা ১৮৭/৫
নাঈম ৫১ (২৭)
আফিফ হোসাইন ৩২ (২৭)
বরিশাল ১৮৮/৫
ডেভিড মালান ৬৩ (৩৭)
তামিম ইকবাল ২৭ (২৫)