আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে। প্রথমেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
ওপেনার হিসেবে মাঠে নেমেছেন ওসমান খাজা ও ট্রাভিস হেড। দলীয় ৯২ রানের মাথায় ১০ চার ও ১ ছক্কায় ৪০ বলে ৫৭ রানের ইনিংস খেলে জায়সুরিয়ার বলে চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে ঘরে ফেরেন ট্রাভিস হেড। মাঠে আছেন খাজা ও লাবুশেন। এরই মধ্যে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন ওসমান খাজা। শেষ খবর পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৯ ওভারে ১৩২ রান।
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার শুরুর একাদশে আছেন।
শ্রীলঙ্কার একাদশঃ
দিমুথ করুনারত্নে, ওশাদা ফার্নান্দো , দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), প্রভাত জয়সুরিয়া, নিশান পেইরিস, জেফ্রি ভ্যান্ডারসে ও আসিথা ফার্নান্দো ।
অস্ট্রেলিয়া একাদশঃ
উসমান খাজা, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশানে, স্টিভেন স্মিথ (অধিনায়ক) , জশ ইংলিস উইকেটরক্ষক , বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি উইকেটরক্ষক, মিচেল স্টার্ক, ম্যাথু কুহনেম্যান, নাথান লিয়ন ও টড মারফি ।