ঘাড়ের চোটে টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও শঙ্কায়
টেস্টের নিয়মিত অধিনায়ক শুভমান গিল ঠেকাতে পারেননি দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হোয়াইটওয়াশ। কারণ ইডেন গার্ডেন্সে হওয়া প্রথম টেস্টেই তিনি ঘাড়ের পেশিতে টান লাগার পর থেকে মাঠের বাইরে। ওয়ানডে সিরিজেও খেলতে পারছেন না। এবার গিলকে নিয়ে আরও দুঃসংবাদ ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এখনও মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে থাকা গিলকে টি-টোয়েন্টি সিরিজেও খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানা গেছে।
টেস্টে ২-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ রান করতেই ঘাড়ের সমস্যা নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শুভমান গিল। এরপর আর তাকে মাঠে দেখা যায়নি।
পরিস্থিতির উন্নতি না হওয়ায় গিল খেলতে পারছেন না ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও। অবশ্য প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়ে এগিয়ে আছে ভারত। এই সিরিজ শেষেই আবার ৫ ম্যাচের বড় টি-টোয়েন্টি সিরিজ দুই দলের মধ্যে।
৯ ডিসেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তার আগে গিলের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। এই মুহূর্তে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। ব্যাঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে আজকের মধ্যেই তার পৌঁছানোর কথা রয়েছে। এরপর তার আরও নিবিড় পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে ভ্রমণে কিংবা চলাফেরায় খুব সমস্যা নেই গিলের। কিন্তু খেলার জন্য পরিপূর্ণ ফিটনেস না অর্জন করলে গিলকে কোনো ম্যাচে নামানোর ঝুঁকি গ্রহণ করা হবে না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















