স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় ফজলে সাদাইন খোকন গত ০৭ ডিসেম্বর বার্ধক্যজনিত রোগের চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক প্রয়াণে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি।
ফজলে সাদাইন খোকন ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের একজন গর্বিত সদস্য। দেশ স্বাধীনের পর তিনি আবাহনী ক্রীড়া চক্র এবং বিআরটিসি ক্লাবসহ বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেছেন। তবে জাতীয় দলে আর ডাক পাননি। মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের মাধ্যমে খোকন দেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদান রেখেছেন।
গত নভেম্বরে দুই দফায় খোকনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন লাইফ সাপোর্টে।
তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, লবণের স্বল্পতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা রয়েছে তাঁর। এ ছাড়া একবার স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।
ফজলে সাদাইন খোকনের মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে। বাফুফের সভাপতিসহ অনেকেই বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।