চীনের কাছে ৪-০ গোলে হার
চারটি ম্যাচ জিতে অনেক প্রত্যাশা ও স্বপ্ন তৈরি করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। কিন্তু শীর্ষ পর্যায়ের ফুটবলে যাওয়ার জন্য এখনও মান ও দক্ষতায় পিছিয়ে এই কিশোররা, সেটি স্পষ্ট হয়েছে চীনের বিপক্ষে ম্যাচে। এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে চীনের বিরুদ্ধে ৪-০ গোলে বড় হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের স্বপ্নভঙ্গ হয়েছে । ফলে দুই দশক পর এএফসির বয়সভিত্তিক পর্যায়ে আবার মূল পর্বে খেলার সম্ভাবনা জাগলেও তা বাস্তব হয়নি।
বাংলাদেশের সিনিয়র ফুটবল দলের (জাতীয় দল) যে সমস্যা তা যেন ভর করেছে কিশোরদের ওপরেও। জাতীয় দলকে বারবারই দেখা যায় ডিফেন্সের ভুলে গোল হজম করতে। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল তেমন ভুলেই হেরেছে শক্তিশালী চীনের কাছে।
স্বাগতিক চীনকে হারিয়ে দিতে পারলেই বাংলাদেশের কিশোর ফুটবলাররা খেলতে পারতেন এশিয়া কাপের মূল আসরে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল এএফসি বাছাইয়ে দুর্দান্ত খেলে যাচ্ছিল। ৪ ম্যাচ জিতে দারুণ সম্ভাবনা তৈরি করে তারা এশিয়া কাপে খেলার। কিন্তু চীনের বিপক্ষে রক্ষণভাগ মারাত্মক ভুল করেছে। যার খেসারত দিতে হয়েছে গোল হজম করে। আক্রমণেও তাই ধারালো হতে পারেননি ফরোয়ার্ডরা।

চীনের চংকিন ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে প্রথম থেকেই দাপট দেখিয়েছে চীনের কিশোররা। ৯ মিনিটে মধ্যমাঠ থেকে লং পাসে ডান দিক থেকে করা ক্রসে ৬ গজের ভেতরে সুয়েয়ি ওইহাও এক টোকায় বলকে লক্ষ্যে পৌঁছে দেন (১-০)। ৩৯ মিনিটে বাংলাদেশের ভুলে আবার লিড পায় চীন। কামাল মৃধা ব্যাকপাসে বল নিয়ে কিছু করার আগেই সুয়েয়ি ওইহাও দৌড়ে এসে তার পা থেকে ছিনিয়ে নিয়ে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন (২-০)।
৫২ মিনিটে সুয়েয়ি ওইহাও হ্যাটট্রিক করেন। ডান প্রান্তে ভাসিয়ে দেওয়া বলে সুয়েয়ি লাফিয়ে উঠে হেডে স্কোর ৩-০ করে বাংলাদেশকে একদম ব্যাকফুটে ফেলে দেন। ৮৯ মিনিটে আরেক গোল করলে চীন বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ আসরে খেলার টিকিট নিশ্চিত করেছে চীন। আর বাংলাদেশ জাতীয় দলের মতোই অনূর্ধ্ব-১৭ দল এশিয়ান কাপে যেতে ব্যর্থ হলো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















