বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হেনস্তার ভয়ানক অভিযোগ করেছেন। সেই অভিযোগ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মনজুরুল ইসলাম মনজুর বিপক্ষে। এছাড়াও বেশ কয়েকজন কর্মকর্তা ও কোচিং স্টাফের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন জাহানারা। এজন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি আগেই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেখানে যোগ করা হয়েছে আরও ২ আইনজীবিকে।
যৌন হয়রানির যে মারাত্মক অভিযোগ করেছেন জাহানারা তাতে করো পুরো ক্রীড়াঙ্গনই বড় ধাক্কা খেয়েছে। এমনকি সরকারের উচ্চ পর্যায়ও নড়েচড়ে বসেছে। তাই গত ৮ নভেম্বর ৩ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সেই কমিটির প্রধান হিসেবে সুপ্রীম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমকে চেয়ারম্যান করা হয়। সঙ্গে ছিলেন বিসিবির নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি, বাংলাদেশ উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।
আজ (বুধবার) আরও বাড়ানো হয়েছে কমিটির পরিসর। সদস্য হিসেবে যোগ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং ল কমিশনের বর্তমান সদস্য অধ্যাপক ড. নাইমা হক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে।
বিসিবির তদন্ত কমিটি
চেয়ারম্যানঃ
বিচারপতি তারিক উল হাকিম
সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সদস্যঃ
১) রুবাবা দৌলা
পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড
২) ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা
সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি, বাংলাদেশ উইমেনস স্পোর্টস অ্যাসোসিয়েশন
৩) অধ্যাপক ড. নাইমা হক
প্রাক্তন চেয়ারম্যান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বর্তমান সদস্য, বাংলাদেশ আইন কমিশন
৪) ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান
সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
