‘গ্রুপ এ’ তে আজ মুখোমুখি পাকিস্তান ও ইন্ডিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি। এই টস হারার মাধ্যমে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু করে এখন পর্যন্ত টানা ১২টি টস হারার রেকর্ড করেছে ভারত – ওয়ানডেতে কোনও দলের জন্য এটিই সবচেয়ে দীর্ঘতম টস হার।
খেলায় ভারতের শুরুর একাদশে আছেন রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি ও কুলদীপ যাদব।
অন্যদিকে পাকিস্তানের শুরুর একাদশে আছেন ইমাম-উল হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (ক্যাপ্টেন ও উইকেটকিপার), সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।
ম্যাচ পরিচালনা করবেন পল রেইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গগ। ম্যাচ রেফারি ডেভিড বুন।