বক্সিং দুনিয়ায় আবার উত্তেজনার ঝড় তুলতে চলেছেন দুই ভিন্ন প্রজন্মের তারকা মাইক টাইসন এবং জ্যাক পল। ৫৮ বছর বয়সী টাইসন ১৯ বছর পর আবার পেশাদার বক্সিং রিংয়ে নামছেন।
প্রতিপক্ষ ২৭ বছর বয়সী ইউটিউবার থেকে বক্সিং তারকা হয়ে ওঠা জ্যাক পল। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ডালাস কাউবয়েজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বহু প্রতীক্ষিত লড়াই।
নেটফ্লিক্স এই লড়াই সরাসরি সম্প্রচার করবে, যা প্রথমবারের মতো কোনো ‘কমব্যাট স্পোর্টস’ ইভেন্ট স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে। ইতিমধ্যে ৮০ হাজার আসন বিক্রি হয়ে গেছে, এবং জ্যাক পল ও টাইসনের প্রস্তুতির ভিডিও ও প্রচারণা ঘিরে উত্তেজনা তুঙ্গে।
টাইসন, যিনি ২০ বছর বয়সে হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছিলেন, বয়স ও শারীরিক অবস্থা সত্ত্বেও আত্মবিশ্বাসী। অন্যদিকে জ্যাক পল তাঁর সামর্থ্যে অটুট, নকআউটে টাইসনকে হারানোর আশাবাদ জানিয়ে বলেছেন, ‘আমি সেই পুরোনো টাইসনকে চাই।’
৮ রাউন্ডের এই লড়াইয়ে প্রতিটি রাউন্ড হবে ২ মিনিটের। তাদের পাঞ্চের শক্তি কমাতে প্রথাগত গ্লাভসের পরিবর্তে ১৪ আউন্স গ্লাভস ব্যবহার করা হবে। টাইসন আয় করবেন প্রায় ২ কোটি ডলার এবং পল ৪ কোটি ডলার।
তবে টাইসনের বয়স ও শারীরিক অবস্থা নিয়ে সমালোচনাও রয়েছে। ব্রিটেনের বক্সিং সংগঠক এডি হিয়ার্নের মতে, এই বয়সে টাইসনের রিংয়ে নামা ঝুঁকিপূর্ণ। তবে টাইসন জানিয়ে দিয়েছেন, ‘আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। আমি হারব না।’
এই লড়াই কেবল বক্সিং নয়, দুই প্রজন্মের মুখোমুখি হওয়া নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।