এই বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসেই প্রথম বলে আউট হয়ে ‘কিং পেয়ার’ পেয়েছিলেন ট্রাভিস হেড । তার আগে ২০২২ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হয়েছিলেন তিনি। তবুও রেকর্ড তার দখলেই। এক পঞ্জিকাবর্ষে একই মাঠে কিং পেয়ার ও সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হেড।

অ্যাডিলেড টেস্টে ভারতের বিপক্ষে ১৪০ রানের ইনিংস খেলা হেড আজ টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরিটি করেছেন ১১৫ বলে। এ নিয়ে একটানা দ্বিতীয়বার সেঞ্চুরি করেছেন হেড। ১৩টি চার মেরেছেন তার ইনিংসটিতে। ঠিক আগের ম্যাচে তিন অঙ্কের ইনিংস খেললেও ব্রিসবেনে হেডের সেঞ্চুরি এসেছে টানা তিন শূন্যের পর। এ মাঠে খেলা সর্বশেষ তিন টেস্ট ইনিংসেই তিনি ০ রানে আউট হয়েছিলেন; প্রতিবারই প্রথম বলে।
তবে সেঞ্চুরির পরেও ট্রাভিস হেডের সংগ্রহ ১৬০ বলে ১৫২ রান। বুমরার বলে উইকেটকিপার পান্তের হাতে ক্যাচ দিয়ে ঘরে ফেরেন ট্রাভিস হেড। সতীর্থ স্টিভ স্মিথের শতকে ও ট্রাভিস হেডের রান অস্ট্রেলিয়াকে খেলার চালকের আসীনে নিয়ে যায় ।