দুই সিরিজের জন্য পাকিস্তানের দুটি দল ঘোষণা

বাদ পড়লেন হাসান নওয়াজ

পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন হাসান নওয়াজ, টি-টোয়েন্টিতে ফিরলেন ফখর

আগামীকাল (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। সেই সিরিজের জন্য শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১৭ নভেম্বর। সেখানে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। সেজন্য টি-টোয়েন্টি দলও ঘোষণা করা হয়েছে। এ দুটি দল থেকেই বাদ পড়েছেন মিডলঅর্ডার ব্যাটার হাসান নওয়াজ। উভয় সিরিজই হবে পাকিস্তানে।

ওয়ানডের নতুন অধিনায়ক হিসেবে যাত্রার শুরুটা বেশ ভালোই হয়েছে শাহীন শাহ আফ্রিদির। ঘরের মাটিতে প্রথমবার তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে পাকরা। মাত্র ৩ দিন আগে শেষ হওয়া সেই সিরিজের পর এবার শাহীনের নতুন মিশন শ্রীলঙ্কার বিপক্ষে। এবারও ঘরের মাটিতেই লঙ্কানদের মুখোমুখি হবে পাকিস্তান। তাই অধিনায়ক হিসেবে শাহীনের ভাগ্যটা বেশ সুপ্রসন্নই বলা যায়। কারণ ওয়ানডের নেতৃত্ব পাওয়ার পর টানা দুটি সিরিজই তিনি ঘরের মাটিতে খেলতে পারছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। আর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে রাওয়ালপিন্ডিতে। এই ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আগামীকাল, ১৩ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। হাসান নওয়াজের সাম্প্রতিক ফর্ম অত্যন্ত বাজে হওয়াতেই বাদ পড়েছেন তিনি।

২৩ বছর বয়সী হাসান নওয়াজ অবশ্য মাত্র ৪ ওয়ানডে খেলে খুব একটা খারাপ করেননি। অভিষেকে অপরাজিত ৬৩ রান করা এই ব্যাটার পরের ৩ ম্যাচে করেছেন অপরাজিত ৩৬, ১৩ ও ১ রান। কিন্তু পাকিস্তানের জার্সিতে ২৫ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটার মারাত্মক বিপর্যস্ত সময় কাটাচ্ছেন বর্তমানে। সর্বশেষ ৭ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র একবার দুই অঙ্কে পৌঁছুতে পেরেছেন। সেই ম্যাচে করেছেন ১৫! তার ইনিংসগুলো ছিল যথাক্রমে- ৪, ১৫, ৯, ৫, ৩, ৩ ও ৫।

এই কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি ফরম্যাট থেকেই বাদ পড়েছেন হাসান নওয়াজ। তার পরিবর্তে ওয়ানডে দলে কাউকে নেওয়া হয়নি। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন ফখর জামান। গত সেপ্টেম্বরেই এশিয়া কাপে খেলেছেন ৩৫ বছর বয়সী এই ওপেনার। পাকিস্তানের হয়ে ১০৯ টি-টোয়েন্টি খেলেছেন ফখর।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দল

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, মোহাম্মদ হাসিবুল্লাহ খান, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব ও সালমান আলী আগা।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল

সালমান আলী আগা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।

Exit mobile version