সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে যায় আইরিশরা, মাত্র একটি উইকেট নেন ফাস্ট বোলার নাহিদ রানা। তবে তার বলে দুটি সহজ ক্যাচ মিস করেন ফিল্ডাররা। সেই আক্ষেপেই হয়তো ব্যাটার কেড কারমাইকেলের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন নাহিদ। বিষয়টিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধির ২.৯ ধারা অনুসারে লেভেল-১ পর্যায়ের অপরাধ গণ্য করা হয়েছে। তাই ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে নাহিদকে এবং দেওয়া হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি সিলেট টেস্টের প্রথম দিন আয়ারল্যান্ডের ব্যাটিং চলার সময়। দিনের শুরুতেই নাহিদের বলে দুটি ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। এর মধ্যে একটি অভিষিক্ত কেড কারমাইকেলেরও ছিল। পরবর্তীতে নাহিদ আর ছন্দ ধরে রাখতে পারেননি। বেশ রান দিয়েছেন। ইনিংসের ২৭তম ওভারে তিনি ক্ষিপ্ত হয়ে বল ছুঁড়ে দেন কারমাইকেলের দিকে। তবে পরিস্থিতি যেমনই হোক, নাহিদের এমন আচরণ আইসিসির খেলোয়াড় নীতি অনুসারে শৃঙ্খলা ভঙ্গের শামিল।
আইসিসির আচরণবিধিতে ২.৯ ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অনুপযুক্তভাবে কোনো খেলোয়াড়ের দিকে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ। এই ধারাতেই দোষী সাব্যস্ত করা হয়েছে নাহিদকে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বিষয়টিকে লেভেল-১ ধরণের অপরাধ বিবেচনায় এনে নাহিদকে ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছেন। এর সাথে চলতি টেস্টের ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ কর্তন করা হবে নাহিদের।
প্রথম ইনিংসে নাহিদ ১৪ ওভার বোলিং করে ৬৫ রান দিয়ে ১ উইকেট নেন। পল স্টারলিংয়ের উইকেট নেন তিনি।
